অ্যাপশহর

বুদ্ধগয়ায় ১৫টি শিশুকে যৌন হেনস্থার দায়ে গ্রেপ্তার সন্ন্যাসী

অসম থেকে পড়তে আসা ১৫টি শিশুর উপর যৌন হয়রানির অভিযোগ উঠল বুদ্ধগয়ার এক বৌদ্ধ সন্ন্যাসীর বিরুদ্ধে।

EiSamay.Com 30 Aug 2018, 6:51 pm

হাইলাইটস

  • আন্তর্জাতিক তীর্থক্ষেত্র বুদ্ধগয়ায় একটি স্কুল এবং ধ্যানকেন্দ্র পরিচালনা করেন ওই সন্ন্যাসী।
  • নিগৃহীত শিশুরা সকলেই অসম থেকে সেখানে পড়াশোনা করার জন্য ভর্তি হয়েছিল।
EiSamay.Com প্রতীকী ছবি
প্রতীকী ছবি।
এই সময় ডিজিটাল ডেস্ক: অসম থেকে পড়তে আসা ১৫টি শিশুর উপর যৌন হয়রানির অভিযোগ উঠল বুদ্ধগয়ার এক বৌদ্ধ সন্ন্যাসীর বিরুদ্ধে। বুধবার তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, আন্তর্জাতিক তীর্থক্ষেত্র বুদ্ধগয়ায় একটি স্কুল এবং ধ্যানকেন্দ্র পরিচালনা করেন ওই সন্ন্যাসী। নিগৃহীত শিশুরা সকলেই অসম থেকে সেখানে পড়াশোনা করার জন্য ভর্তি হয়েছিল। ধৃত সন্ন্যাসীকে জেরা করছেন টাউন ডেপুটি এসপি রাজকুমার শাহ, জানিয়েছেন গয়ার পুলিশ সুপারিন্টেনডেন্ট অনিল কুমার।

বুদ্ধা গয়ার মস্তিপুর গ্রামে ওই বৌদ্ধ সন্ন্যাসী পরিচালিত 'প্রসন্ন জ্যোতি বুদ্ধিস্ট স্কুল অ্যান্ড মেডিটেশন সেন্টার'-এ শিশুদের উপর যৌন নিগ্রহ করা হচ্ছে বলে কিছু দিন আগে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। জানা গিয়েছে, অসমের কার্বি আংলং এলাকার ১৫টি শিশু ওই সন্ন্যাসীর যৌন লালসার শিকার হয়েছে।

পুলিশ সুপার জানিয়েছেন, নিগৃহীত শিশুদের জিজ্ঞাসাবাদ করছেন মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক। বৃহস্পতিবার তাদের এক বিচারকের সামনে হাজির করা হয়। নথিভুক্ত করা হয়েছে তাদের বয়ান। পাশাপাশি, শিশুদের মেডিক্যাল পরীক্ষাও করা হয়েছে। ওই পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করেই অভিযুক্তর বিরুদ্ধে মামলা সাজাবে পুলিশ।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল