অ্যাপশহর

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আত্মসমর্পণ সাংসদের

শনিবার বারাণসীর আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন ওই সাংসদ। এবার উত্তরপ্রদেশের ঘোষি থেকে তিনি নির্বাচিত হন। এদিন আদালত অতুলকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়।

EiSamay.Com 22 Jun 2019, 9:20 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠায়, শেষ পর্যন্ত আত্মসমর্পণ করলেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র সাংসদ অতুলকুমার সিং ওরফে অতুল রাই। এই মামলায় তিনি পুলিশের খাতায় 'ওয়ান্টেড' ছিলেন। শনিবার বারাণসীর আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন ওই সাংসদ।
EiSamay.Com 1558937935-Atul-Rai_Facebook


এবার উত্তরপ্রদেশের ঘোষি থেকে তিনি নির্বাচিত হন। এদিন আদালত অতুলকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়।

নিগৃহীতা ছাত্রী এফআইআরে উল্লেখ করেন, স্ত্রীর সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার নাম করে, তাঁকে বাড়িতে ডেকে ধর্ষণ করেন ওই বিএসপি নেতা। সেই এফআইআরের ভিত্তিতে ১ মে ধর্ষণের মামলা রুজু করেছিল পুলিশ।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল