অ্যাপশহর

বড়সড় গোপন সুড়ঙ্গের খোঁজ পাক সীমান্তে

উত্‍সবের মরসুমে দেশে সন্ত্রাস হামলার লক্ষ্যে, ২-৩ দিন আগে খোঁড়ার কাজ শুরু হয়েছিল বলে দাবি করেছেন বিএসএফের জওয়ানরা।

EiSamay.Com 1 Oct 2017, 10:18 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের বড়সড় গোপন সুড়ঙ্গের হদিশ মিলল জম্মু ও কাশ্মীর সীমান্তে। রবিবার, জম্মুর আর্নিয়া সেক্টরে প্রায় ১৪ ফুট লম্বা একটি সুরঙ্গের খোঁজ পায় বিএসএফের জওয়ানরা। কর্তৃপক্ষের দাবি, পাক সীমান্ত থেকে জঙ্দিদের প্রবেশ করাতেই এই সুরঙ্গটি খোঁড়া হয়েছে।
EiSamay.Com bsf unearths tunnel being dug from pakistan side in jammu
বড়সড় গোপন সুড়ঙ্গের খোঁজ পাক সীমান্তে


উত্‍সবের মরসুমে দেশে সন্ত্রাস হামলার লক্ষ্যে, ২-৩ দিন আগে খোঁড়ার কাজ শুরু হয়েছিল বলে দাবি করেছেন বিএসএফের জওয়ানরা।

সুরঙ্গ মিলতেই সীমন্ত নজরদারি বাড়ানো হয়েছে। এমনিতেই সীমান্তে বিএসএফের কড়া নজর রয়েছে। ফলে, জওয়ানদের চোখ এড়াতেই সুড়ঙ্গ খুঁড়ে সন্ত্রাসবাদীদের প্রবেশ করানোর চেষ্টার তালে ছিল পাকিস্তান, দাবি বিএসএফের।

তবে সুরঙ্গটি পুরোপুরি খোঁড়া হয়নি। এলাকায় কোনও সন্দেহভাজন বা অজানা ব্যক্তির খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছেন জওয়ানরা।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল