অ্যাপশহর

চিনকে বাগে পেতে অরুণাচলে সুড়ঙ্গপথ

চিন সীমান্তে দ্রুত পৌঁছতে ৪১৭০ মিটার উঁচু সেলা পাসে জোড়া সুড়ঙ্গ তৈরি করতে চলেছে সীমান্ত সড়ক সংস্থা BRO।

Ei Samay 24 Jul 2017, 9:43 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: চিন সীমান্তে দ্রুত পৌঁছতে ৪১৭০ মিটার উঁচু সেলা পাসে জোড়া সুড়ঙ্গ তৈরি করতে চলেছে সীমান্ত সড়ক সংস্থা BRO। এর ফলে তাওয়াং থেকে এই পথে ১০ কিমি দূরত্ব কমবে। জানা গিয়েছে, সুড়ঙ্গ দু'টির দৈর্ঘ্য যথাক্রমে ৪৭৫ মিটার এবং ১৭৯০ মিটার। সেলা-চাব্রেলা গিরিশিরার মধ্যে দিয়ে গিয়ে তারা বর্তমানের বালিপাড়া-চৌদূর-তাওয়াং রোডের নুরারাং প্রান্তে গিয়ে মিশবে।
EiSamay.Com bro to construct tunnels to cut down distance to china border in arunachal
চিনকে বাগে পেতে অরুণাচলে সুড়ঙ্গপথ


সোমবার BRO প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, 'সুড়ঙ্গপথে তাওয়াং থেকে তেজপুরে সেনার ৪ কর্পস প্রধান দপ্তরে পৌঁছতে অন্তত এক ঘণ্টা কম সময় লাগবে। এর জেরে ১৩ নম্বর জাতীয় সড়ক, বিশেষ করে বমডিলা ও তাওয়াংয়ের মাঝের অংশটি বছরভর চালু থাকবে।'

জানা গিয়েছে, সুড়ঙ্গ নির্মাণ প্রকল্প প্রোজেক্ট বর্তকের জন্য ইতোমধ্যে পশ্চিম কামেংয়ের ডেপুটি কমিশনার সোনাল স্বরূপের কাছে প্রয়োজনীয় সামগ্রী ও ব্যবস্থার তালিকা পাঠিয়েছেন ৪২ বর্ডার রোড টাস্ক ফোর্সের কম্যান্ডার আর এস রাও।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল