অ্যাপশহর

কর্মচারীদের বেতন-bonanza,২৩.৬% মাইনে বাড়াচ্ছে কেন্দ্র

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। এক ধাক্কায় ২৩.৬% মাইনে বাড়ছে সরকারি কর্মচারীদের। বুধবার সপ্তম পে কমিশনের এই প্রস্তাবে শিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বেসিক ও ভাতা মিলিয়ে এই বেতন বৃদ্ধি বলে জানানো হয়েছে।

EiSamay.Com 29 Jun 2016, 1:00 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। এক ধাক্কায় ২৩.৬% মাইনে বাড়ছে সরকারি কর্মচারীদের। বুধবার সপ্তম পে কমিশনের এই প্রস্তাবে শিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বেসিক ও ভাতা মিলিয়ে এই বেতন বৃদ্ধি বলে জানানো হয়েছে।
EiSamay.Com bonanza for government staff cabinet approves 23 6 overall pay hike
কর্মচারীদের বেতন-bonanza,২৩.৬% মাইনে বাড়াচ্ছে কেন্দ্র


২০১৬-র ১ জানুয়ারি থেকেই এরিয়ার হিসেবে এই প্রস্তাব কার্যকরী হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের বেসিকে বাড়ছে ১৪.২৭% এবং অন্যান্য ভাতা মিলিয়ে মোট বেতন বৃদ্ধি হবে ২৩.৬%। এই সিদ্ধান্তের ফলে ৪৭ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৫২ লাখ পেনশনভোগী উপকৃত হবেন। এর ফলে কেন্দ্রীয় কোষাগারে অতিরিক্ত ১.০২ লাখ কোটি টাকার অতিরিক্ত বোঝা চাপবে। যা দেশের মোটা জিডিপি-র ০.৭%।

সপ্তম পে কমিশনের প্রস্তাব কার্যকরী করার কথা চলতি আর্থিক বছরের বাজেটে কোথাও উল্লেখ করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। পে কমিশনের প্রস্তাব কার্যকর করার জন্য ৭০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যা এই বেতন বৃদ্ধির জন্য যে খরচ বাড়বে, তার মাত্র ৬০% কভার করবে। সপ্তম পে কমিশনের প্রস্তাব কার্যকর করতে ক্যাবিনেট সচিব পিকে সিনহার নেতৃত্বে গত জানুয়ারি মাসে একটি প্যানেল গঠন করে কেন্দ্র।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল