অ্যাপশহর

'লাভজনক পেশায় জড়িত', বরখাস্ত ২০ আপ বিধায়ক

ব্যক্তিগত লাভজনক পেশায় জড়িত থাকার দায়ে আম আদমি পার্টির ২০ বিধায়ককে বরখাস্ত করল নির্বাচন কমিশন।

EiSamay.Com 19 Jan 2018, 3:50 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত লাভজনক পেশায় জড়িত থাকার দায়ে আম আদমি পার্টির ২০ বিধায়ককে বরখাস্ত করল নির্বাচন কমিশন। শুক্রবার এই খবর জানিয়েছে টাইমস নাও।
EiSamay.Com blow for aap ec disqualifies 20 mlas for holding office of profit
'লাভজনক পেশায় জড়িত', বরখাস্ত ২০ আপ বিধায়ক


জানা গিয়েছে, বিধায়কদের বরখাস্ত করার আবেদন রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, কমিশনের এই পদক্ষেপের জেরে উপনির্বাচন হতে চলেছে দিল্লিতে।

২০১৫ সালে বিধানসভা নির্বাচনে জিতে আপ ক্ষমতায় আসার পরেই শুরু হয় জনপ্রতিনিধিদের ব্যক্তিগত লাভজনক পেশায় জড়িত থাকা নিয়ে বিতর্ক। আদালতে আইনজীবী প্রশান্ত প্যাটেলের দাখিল করা আর্জিতে ব্যক্তিগত লাভজনক পেশায় জড়িত থাকা জনপ্রতিনিধিদের সংসদ সচিব পদে থাকার কারণে বরখাস্ত করার আবেদন জানানো হয়। তার জেরে নির্বাচন কমিশনে পাল্টা আবেদন জানান অভিযুক্ত বিধায়করা। গত জুন মাসে তা খারিজ করে কমিশন।

২০১৭ সালের অগস্ট মাসে দিল্লি হাইকোর্টে অভিযুক্ত বিধায়করা আইনজীবী প্রশান্ত প্যাটেলের আর্জি খারিজ করার আবেদন জানান। আবেদনে বলা হয়, সংসদ সচিব হিসেবে তাঁদের নিয়োগ ২০১৬ সালেই বাতিল হয়ে যায়। জবাবে হাইকোর্ট সাফ জানিয়ে দেয় যে, যেহেতু নির্বাচন কমিশন সেই সময় আবেদনের শুনানি শুরু করেনি, সেই কারণে বিধায়কদের আর্জি গ্রহণ করা অসম্ভব।

এর আগে আপ-এর ওই ২০ জন বিধায়ককে বরখাস্ত করার জন্য মুখ্য নির্বাচন কমিশনার অচল কুমার জ্যোতির কাছে আবেদন জানায় কংগ্রেস। এদিনের ঘটনার জেরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগ দাবি করেছে বিজেপি ও কংগ্রেস।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল