অ্যাপশহর

শিশু পাচারে সংসদে বিপাকে রূপা

জলপাইগুড়ির শিশু পাচারের ঘটনায় রাজ্যসভায় চরম বিড়ম্বনায় পড়তে হল বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়কে।

EiSamay.Com 17 Mar 2017, 9:33 am
এই সময়, নয়াদিল্লি: জলপাইগুড়ির শিশু পাচারের ঘটনায় রাজ্যসভায় চরম বিড়ম্বনায় পড়তে হল বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়কে। বৃহস্পতিবার রাজ্যসভায় বিতর্ক চলাকালীন জলপাইগুড়ির শিশু পাচার বক্তব্য পেশ করতে গিয়ে কারও নাম-করে এক বিজেপি সাংসদ এবং একজন বিধায়কের জড়িত থাকার বিষয়ে অভিযোগ করেন কংগ্রেস সাংসদ রজনী পাটিল৷ শুনেই প্রচণ্ড চটে গিয়ে সংসদের ভেতরেই চিত্‍‌কার জুড়ে দেন রূপা৷ ওয়েলে নেমে এসেও প্রতিবাদ করেন তিনি৷ সূত্রের খবর, রূপার এই আচরণে অসন্ত্তষ্ট বিজেপি শিবির৷
EiSamay.Com bjp mp rupa ganguly faced trouble in rajya sabha over child trafficking issue
শিশু পাচারে সংসদে বিপাকে রূপা


ঘটনার সূত্রপাত বেলা পৌনে বারোটা নাগাদ। জরুরি এবং গুরুত্বপূর্ণ ঘটনার বিতর্কে বক্তব্য রাখতে গিয়ে মহারাষ্ট্রের সাংসদ রজনী পাটিল জলপাইগুড়ির পাচারের প্রসঙ্গ তোলেন৷ তিনি বলেন, 'জলপাইগুড়িতে আশ্রয় নামের একটি হোম রয়েছে। সেখানকার বাচ্চাদের বেআইনিভাবে কখনও ফ্রান্সে, কখনও দক্ষিণ পূর্ব এশিয়ায় বিক্রি করে দেওয়া হয়৷ বিষয়টি সামনে এলে দেখা যায়, বিজেপির মহিলা মোর্চার সম্পাদিকা এই কাণ্ডে জড়িত৷ তাকে গ্রেন্তারের পরে উনি দু’জন বিজেপি নেতার নাম বলেন, যাদের মধ্যে একজন সাংসদ, যিনি এই সভায় উপস্থিত আছেন এবং আর একজন মধ্যপ্রদেশের নেতা৷’ ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিয়েনের নির্দেশে রজনী কোনও নেতার নাম উচ্চারণ করেননি৷ কিন্ত্ত তাতেও নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ান রূপা৷

কুরিয়েনের দিকে তাকিয়ে চিত্কার করে বলতে থাকেন, ‘মুঝে এক মিনিট চাহিয়ে৷ আমাকে বলতে দিতে হবে৷ আপনি যদি বলতে না দেন, তা হলে আমি আপনার সামনে দাঁড়িয়ে বলব৷ আমার নাম নিয়ে অভিযোগ করা হয়েছে৷’ তাঁকে আশ্বস্ত করে কুরিয়েন বলেন, ‘উনি আপনার নাম নেননি৷’ কিন্ত্ত তাতেও শান্ত না -হয়ে রূপা ওয়েলে নেমে বলতে থাকেন, ‘নাম নেওয়া না -হলেও বলা হয়েছে যে বিজেপি সাংসদ এই সভায় উপস্থিত রয়েছেন৷ আমার বিরুদ্ধে যখন অভিযোগ করা হয়েছে, তখন আমাকে বলতে দিতে হবে৷’ কুরিয়েন জানান , রূপার নাম নিয়ে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ ভাবে কোনও অভিযোগ করা হয়ে থাকলে, তা রেকর্ড থেকে বাদ দেওয়া হবে৷ কিন্ত্ত ডেপুটি চেয়ারম্যানের এই আশ্বাসবাণীতেও কাজ হয়নি৷ রূপার চিত্কারে সভার কাজ কার্যত অচল হয়ে যায়৷ শেষ পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি নিজের আসন ছেড়ে উঠে এসে রূপাকে বুঝিয়ে সুজিয়ে ওয়েল থেকে নিজের জায়গায় ফিরিয়ে নিয়ে যান৷ পরে গোটা ঘটনা নিয়ে বলতে গিয়ে রূপা বলেন, ‘পুরো বিষয়টাই পূর্ব পরিকল্পিত৷ তৃণমূল নিজে শিশু চুরির বিষয়টা উত্থাপন করতে পারছে না৷ কারণ তা হলে মেডিক্যাল কলেজে শিশু চুরির সিন্ডিকেটও আলোচনায় চলে আসবে৷ তাই কংগ্রেসকে দিয়ে বলানো হচ্ছে৷ রাজ্যসভা কক্ষে আমার বিরুদ্ধে অভিযোগ করলে, আমাকেও সেখানে বলতে দিতে হবে৷’

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল