অ্যাপশহর

সোয়াইন ফ্লু সংক্রমণে মৃত বিজেপি বিধায়ক

রাজস্থানের মন্ডলগড়ের বিধায়ক কীর্তি কুমারী সোয়াইন ফ্লুতে সংক্রমণে মারা গেলেন।

EiSamay.Com 28 Aug 2017, 6:49 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: রাজস্থানের মন্ডলগড়ের বিজেপি বিধায়ক কীর্তি কুমারী সোয়াইন ফ্লুতে সংক্রমণে মারা গেলেন। সোমবার সকাল ৭টা নাগাদ জয়পুরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০।
EiSamay.Com bjp mla kirti kumari from rajasthans mandalgarh dies of swine flu
সোয়াইন ফ্লু সংক্রমণে মৃত বিজেপি বিধায়ক


গত কাল রবিবার নিঃশ্বাসের সমস্যার কথা বলেন প্রায়ত বিধায়ক। প্রথমে বাড়িতে চিকিত্সরক এলেও পরে তাঁকে কোটার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে জয়পুরের সওয়াই মান সিং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে সেখানেও অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ফর্টিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঙ্গে সঙ্গে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। ১২ চিকিত্সকের একটি মেডিক্যাল বোর্ড তাঁর জন্য গঠন করা হয়। তবে তাঁদের কোনও চেষ্টাই কাজে আসেনি।

কীর্তির ভাই ভোজরাজ বলেন, ‘গত ৫-৬ দিন ধরে বিজোলিয়ায় থাকাকালীন তিনি শারীরিক সমস্যার কথা বলছিলেন। আমরা তাঁকে চিকিত্সাকের পরামর্শ নিতে বলি। কিন্তু তিনি কথা কানে তোলেননি। তবে রবিবার হঠাত্ইত তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। আমরা দেরি না করে তাঁকে হাসপাতালে নিয়ে যাই।’

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। টুইটে তিনি লেখেন, ‘তাঁর মৃত্যু আমার কাছে এবং সমগ্র বিজেপি পরিবারের কাছে এক অপূরণীয় ক্ষতি।’ কয়েকটি রাজপুত সংগঠন কৃতির মৃত্যুতে চিকিত্সাের গাফিলতির অভিযোগ করে। তবে তা একেবারেই ঠিক নয়, এমনটাই জানিয়েছেন তাঁর ভাই ভোজরাজ।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল