অ্যাপশহর

মোদীকে চিঠি হিরণের

সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেমের চেতনা এবং বাংলায় হিংসামূলক কাজকর্ম ঠেকাতে এবার প্রধানমন্ত্রী Narendra Modi-কে চিঠি দিলেন Hiran Chatterjee। ওই চিঠিতে তিনি আরও বেশি করে তরুণ-তরুণীদের সেনা প্রশিক্ষণের কথাও জানিয়েছেন।

Ei Samay 24 Oct 2021, 12:46 pm

হাইলাইটস

  • এ বার 'তেরঙা পরিবার' গড়ার দাবি তুললেন খড়্গপুরের BJP বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই মর্মে চিঠিও দিয়েছেন তিনি।
  • চিঠিতে তিনি ১৮ বছরের বেশি বয়সি তরুণ-তরুণীদের সেনা প্রশিক্ষণের প্রাথমিক পাঠ দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
EiSamay.Com Modi  Hiran
ছবি সৌজন্যে- ইন্সটাগ্রাম
এই সময়: সাধারণ মানুষের মধ্যে 'দেশপ্রেম চেতনা' বাড়াতে এ বার 'তেরঙা পরিবার' গড়ার দাবি তুললেন খড়্গপুরের BJP বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই মর্মে চিঠিও দিয়েছেন তিনি। সেখানে হিরণ লিখেছেন - সীমান্তে সংঘর্ষ বা জঙ্গি মোকাবিলায় শহিদ জওয়ানদের পরিবারগুলিকে 'তেরঙা পরিবার'-এর মর্যাদা দিক কেন্দ্র।
ওই চিঠিতে তিনি ১৮ বছরের বেশি বয়সি তরুণ-তরুণীদের সেনা প্রশিক্ষণের প্রাথমিক পাঠ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। হিরণের কথায়, 'স্কুল, কলেজ এবং হাসপাতালের নাম সংশ্লিষ্ট এলাকার শহিদ জওয়ানদের নামে রাখার অনুরোধ করেছি কেন্দ্রীয় সরকারকে।
যাঁরা জীবন বাজি রেখে সীমান্তে আমাদের সুরক্ষা নিশ্চিত করছেন, তাঁদের জন্য এইটুকু আমরা করতেই পারি।'

মোদীর টিকা-ভাষণে নেই বাচ্চাদের কথা
স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলনের সরকারি অনুষ্ঠানে শহিদ পরিবারগুলিকে আমন্ত্রণ জানানো বাধ্যতামূলক করা উচিত বলে তাঁর মত। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে সে কথাও জানিয়েছেন হিরণ।

পরের খবর