অ্যাপশহর

বিজেপি নেতার ভিডিয়ো প্রকাশ করে চক্রান্তের অভিযোগ

কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরপ্পা এবং কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমারের কথোপকথনের একটি ভিডিয়ো নিয়ে সোচ্চার হল কংগ্রেস৷

EiSamay.Com 15 Feb 2017, 11:03 am
এই সময়, নয়াদিল্লি:
EiSamay.Com bjp leader video leaked conspiracy
বিজেপি নেতার ভিডিয়ো প্রকাশ করে চক্রান্তের অভিযোগ


কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরপ্পা এবং কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমারের কথোপকথনের একটি ভিডিয়ো নিয়ে সোচ্চার হল কংগ্রেস৷ ভিডিয়োয় দেখা যাচ্ছে , কর্নাটকের কোনও একটি জনসভায় দুই বিজেপি নেতা পাশাপাশি বসে আলাপচারিতায় মগ্ন৷ কোনও এক নেতার বক্তৃতা চলছে৷ তাঁকে দেখা না গেলেও স্বর শোনা যাচ্ছে৷ আর তার মধ্যে ইয়েদুরপ্পা ও অনন্ত কুমার চাপা স্বরে মাঝেমধ্যে হাসতে হাসতে যা বলছেন , তা তাঁদের সামনের মাইক চালু থাকায় শোনা যাচ্ছে৷ সেখানেই হাজার কোটি টাকা দেওয়া নিয়ে আলোচনা করছেন দু’জনে৷ কংগ্রেসের তরফ থেকে জারি করা ভিডিয়োয় দেখা যাচ্ছে , অনন্ত কুমার বলছেন , ‘ক্ষমতায় থাকলে পয়সা দিতেই হয়৷ আমিও দিয়েছি৷ ’ ইয়েদুরপ্পার জবাব, ‘আমি তো বলিনি যে আমি দিইনি৷ কিন্ত্ত এক হাজার কোটি নয়৷ বলা উচিত , কত দিতে হবে৷’ এরপর একজন বলছেন, ‘সকলকেই দিতে হয়৷ কে আর লিখে রাখে৷

কিন্ত্ত সামান্য ফুলকি থেকেই বড় আগুন লাগে৷ কেউ বিশ্বাস করবে না , হাজার কোটি দেওয়া হয়নি৷ ’ভিডিয়োয় দেখা যাচ্ছে , তাঁরা কোনও একটি ডায়েরির কথা উল্লেখ করছেন এবং বলছেন , ভোট পর্যন্ত ওদের উত্তর দিয়ে যেতে হবে৷ এই টেপ আসল না জাল সেটা জানা যায়নি৷ তবে এই ভিডিয়ো টেপে দুই নেতার উপস্থিতির কথা উল্লেখ করে কংগ্রেসের মিডিয়া সেলের প্রধান রণদীপ সিং সূরযেওয়ালা বলেন , ‘২৪ ঘণ্টা ধরে টেপটি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে৷ ভাইরাল হয়ে গিয়েছে৷ কিন্ত্ত , অনন্ত কুমার বা ইয়েদুরপ্পা এ নিয়ে একটা কথাও বলেননি৷ তাঁরা বলেননি যে ভিডিয়ো জাল৷’ দুই নেতার কথোপকথন ঘিরে কংগ্রেসের প্রশ্ন, ‘কাকে হাজার কোটি টাকা দেওয়া হয়েছে ? এটা কি সরকার বা বিজেপির শীর্ষ নেতৃত্বকে ? কী করে ক্ষমতায় থেকে তাঁরা এ ভাবে টাকা তুলতে পারেন ও দিতে পারেন ?’ কংগ্রেসের দাবি , দুর্নীতির অভিযোগে অবিলম্বে অনন্ত কুমারকে বরখাস্ত করা হোক৷ ইয়েদুরপ্পার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক৷ কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা সুপ্রিম কোর্টের কাছে বিচারাধীন৷ তার উপর এই ভিডিয়ো ইয়েদুরপ্পার অস্বস্তি বাড়াবে৷

সূরযেওয়ালার অভিযোগ, ‘ভিডিয়োর শেষভাগে দেখা যাচ্ছে, দু’জন কোনও চক্রান্তের কথা বলছেন৷ বিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে , যে চক্রান্তের কথা দুই বিজেপি নেতা প্রকাশ্যে মঞ্চে বসে আলোচনা করছেন৷ নিশ্চয়ই ওঁরা ইডি , সিবিআইয়ের মতো সংস্থাকে দিয়ে বিরোধী নেতাদের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র করছেন৷’ তাঁর দাবি , নরেন্দ্র মোদী ও অমিত শাহকে এর ব্যাখ্যা দিতে হবে৷

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল