অ্যাপশহর

Lok Sabha Election 2024 : মুখ্যমন্ত্রীদের মার্কশিট দেখে মুখ বদলের পথে বিজেপি?

সামনেই আসল খেলা অর্থাৎ ২০২৪ এর লোকসভা নির্বাচন। তার আগেই রীতিমতো ২ দল বিজেপি ও কংগ্রেস নিজেদের মতো করে কৌশল বানাতে শুরু করেছে।

হাইলাইটস

  • এ বছরের শেষে তিন রাজ্যের বিধানসভা ভোটেই হবে সেমিফাইনাল
  • ফাইনাল ম্যাচ, ২০২৪-এর লোকসভা ভোট
  • তার আগে কর্নাটকের বিধানসভা নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে সেমিফাইনাল-ফাইনালের জন্য ঘুঁটি সাজানোর কাজ শুরু করছে যুযুধান বিজেপি ও কংগ্রেস-- দুই শিবিরই
অরিন্দম বন্দ্যোপাধ্যায়, নয়াদিল্লি
এ বছরের শেষে তিন রাজ্যের বিধানসভা ভোটেই হবে সেমিফাইনাল। ফাইনাল ম্যাচ, ২০২৪-এর লোকসভা ভোট। তার আগে কর্নাটকের বিধানসভা নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে সেমিফাইনাল-ফাইনালের জন্য ঘুঁটি সাজানোর কাজ শুরু করছে যুযুধান বিজেপি ও কংগ্রেস-- দুই শিবিরই। গেরুয়া শিবির সূত্রের খবর, কর্নাটকে এমন বিপর্যয়ের পুনরাবৃত্তি যাতে আগামী দিনে না-হয়, সে কথা মাথায় রেখে বিজেপি শাসিত সব রাজ্যেই মুখ্যমন্ত্রীদের পারফরম্যান্সের ভিত্তিতে মার্কশিট তৈরি করা হচ্ছে।
Karnataka Election Result : কর্নাটকে জয়ের নেপথ্যে কি পিকে-র সতীর্থ এসকে?
আবার কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও রদবদল ও সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে খুব শিগগিরই। সেমিফাইনাল বা ফাইনালের আগে মুখ জরুরি বলে শিক্ষা নিয়ে যাতে দরকারে মুখ বদল করা যায়। আবার উল্টোদিকে কংগ্রেস শিবির এই কর্নাটকের সাফল্যের কথা মাথায় রেখে এ বছরের শেষে তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছাই করতে অভ্যন্তরীণ সমীক্ষার কাজ শুরু করতে চাইছে।

কর্নাটকের বিপর্যয়ের দায় কার, তা নিয়ে নরেন্দ্র মোদী-অমিত শাহ-জেপি নাড্ডারা এখনও কেউ মুখ খোলেননি। তবে হারের দায় মাথায় নিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। মোদী-শাহ জুটিকে অক্ষত রাখতে দলের একটা অংশের তরফ থেকে যুক্তি দেওয়া হচ্ছে, কর্নাটকের বিদায়ী বিজেপি সরকারের পাহাড়প্রমাণ ব্যর্থতা প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হাজার চেষ্টা করেও ঢাকতে পারেননি।

Karnataka Election Result : হিন্দুত্বের তাস ব্যর্থ, প্রশ্নে মোদী-শাহের ম্যাজিকও?
দেশের অন্যান্য রাজ্যে এই ফলের পুনরাবৃত্তি যাতে না-হয়, সেজন্যই বিজেপি শাসিত রাজ্যগুলির বর্তমান মুখ্যমন্ত্রীদের পারফরম্যান্স যাচাইয়ের সিদ্ধান্ত বলে গেরুয়া শিবিরের অন্দরের খবর। তাতে এটাও যাচাই করে নেওয়া যাবে, সেমিফাইনাল বা ফাইনালের আগে রাজ্যওয়াড়ি কোনও প্রতিষ্ঠানবিরোধী হাওয়া দলকে বিপাকে ফেলতে পারে কি না এবং প্রয়োজনে সেইমতো রাজ্যের ক্ষেত্রে নেতৃত্বের মুখ বদলে ফেলাও অস্বাভাবিক নয়।

Karnataka Election Result : পদ্মের ৩৬ % থাকবে না যাবে, অঙ্কে সব পক্ষই
পাশাপাশি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভাবছেন, দ্রুত কেন্দ্রীয় মন্ত্রিসভার বকেয়া সম্প্রসারণের কাজ সেরে ফেলে ২৪-র লোকসভা ভোটের আগে টিম মোদী-র চূড়ান্ত রূপ দিতে৷ সূত্রের দাবি, জুলাইয়ে নির্ধারিত সংসদীয় অধিবেশনের আগেই করা হতে পারে এই সম্প্রসারণ৷ সেখানেও কিছু রদবদলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।

অন্য দিকে, কংগ্রেসের হয়ে কর্নাটকের এবারের বিধানসভা ভোটের আগে প্রার্থী বাছাই করতে গিয়ে দলের নির্বাচনী কৌশল রচয়িতা সুনীল কানুগোলু সবার প্রথমে প্রার্থীদের যোগ্যতা, সততা খতিয়ে দেখার জন্য অভ্যন্তরীণ জনমত সমীক্ষার আয়োজন করার কথা বলেছিলেন৷ ২০১৮ সালে বিজেপির ভোট পরামর্শদাতা হিসেবে একই ফর্মুলা গ্রহণ করেছিলেন কানুগোলু৷

Rahul Gandhi : ফল যাই হোক, কর্নাটকে রাহুল নয়া ন্যারেটিভ তৈরিতে সফল
দু'টো ক্ষেত্রেই কাজে এসেছে এসকে-র ফর্মুলা। দলের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধীর নির্দেশে উদয়পুরের চিন্তন শিবিরের শেষ দিনে ২০২৪ লোকসভা নির্বাচনের জন্য তৈরি কংগ্রেসের টাস্ক ফোর্সের সদস্য করা হয়েছিল কানুগোলুকে৷ তাঁরই তৈরি ফর্মুলা অনুযায়ী এবার দেশের সব রাজ্যে লোকসভা ভোটের প্রস্তুতিতে নেমে সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা, সততা খতিয়ে দেখার উদ্দেশ্যে অভ্যন্তরীণ সমীক্ষার আয়োজন করার কথা ভাবা হচ্ছে কংগ্রেস হাইকম্যান্ডের তরফে৷

Karnataka Election Result : 'কর্নাটকে BJP-র ফল ভালো হবে না, আগেই জানা ছিল', মন্তব্য হিমন্তর
কংগ্রেসের প্রথম সারির নেতারা দাবি করছেন, গোষ্ঠীদ্বন্দ্বকে পিছনে ফেলে একজোট হয়ে লড়াই করলে বিজেপিকে হারানো যায়--এই ধারণাটা দলের নিচু স্তরের কর্মী-সমর্থক এবং নেতাদের মধ্যে ঢুকে গিয়েছে হিমাচল প্রদেশ এবং কর্নাটকের বিধানসভা ভোটের ফলাফলে৷ এর জন্য পুরো কৃতিত্বটাই রাহুল গান্ধীর৷ তারপরেও দলের গোষ্ঠীদ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে প্রার্থী বাছাইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কাজটাই এখন থেকে শুরু করে দেওয়া দরকার। দু'দলের প্রস্তুতির লিটমাস পরীক্ষা হবে চলতি বছরের শেষে নির্ধারিত ছত্তিসগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের বিধানসভা ভোটে৷
লেখকের সম্পর্কে জানুন
শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়
মেদিনীপুর অটোনমাস কলেজ থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করার সময় থেকেই শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় চেয়েছিলেন সংবাদমাধ্যমে কাজ করতে। আর সেই ইচ্ছে বাস্তবে রূপায়িত হয় এই সময় ডিজিটালের হাত ধরে। প্রথমে একজন ভয়েস আর্টিস্ট হিসেবে কর্মজীবনে প্রবেশ হলেও এই সংবাদমাধ্যমের সৌজন্যেই প্রথম খবরের দুনিয়ার খুঁটিনাটি নানা দিকের সঙ্গে শর্মিষ্ঠার প্রথম আলাপ ঘটে। জেলা থেকে দুনিয়া নানা অজানা , অচেনা জিনিস প্রতি মুহূর্তে শিখে চলেছেন শর্মিষ্ঠা।খবরের প্রতি ভালোবাসা ছাড়াও শর্মিষ্ঠার পছন্দের তালিকায় রয়েছে আবৃত্তি, আঁকা, কবিতা লেখা, এছাড়াও অবসরে গান শুনে না বই পড়ে সময় কাটানো। একাগ্রতা, অধ্যবসায়, ধৈর্য্য এই ৩ মন্ত্রে বিশ্বাস করেন শর্মিষ্ঠা। যা জানা হয়ে ওঠেনি, বহু কিছু যা শেখ ওঠেনি সর্বদা তা শেখার বা জানার প্রতি আগ্রহী হয়ে এগিয়ে যেতে চান।... আরও পড়ুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল