অ্যাপশহর

গিরে বাইকবাজদের তাড়ায় সপরিবার পালাচ্ছে পশুরাজ, হাড়হিম VDO ভাইরাল

এ যেন উলটপুরাণ। জঙ্গলে বাইকে ধুলো উড়িয়ে তাড়া করছে একদল যুবক। আর প্রাণপণে ছুটে পালানোর চেষ্টা চালাচ্ছে সপরিবার সিংহ।

EiSamay.Com 9 Nov 2017, 12:51 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: এ যেন উলটপুরাণ। জঙ্গলে বাইকে ধুলো উড়িয়ে তাড়া করছে একদল যুবক। আর প্রাণপণে ছুটে পালানোর চেষ্টা চালাচ্ছে সপরিবার সিংহ। গুজরাটের গির অরণ্যের এই হাড়হিম করা ভিডিয়ো এখন ভাইরাল ইন্টারনেটে।
EiSamay.Com bikers chase lions forest dept launches inquiry
গিরে বাইকবাজদের তাড়ায় সপরিবার পালাচ্ছে পশুরাজ, হাড়হিম VDO ভাইরাল


এক মিনিটের ভিডিয়োটি দেখলে আত্মরাম খাঁচাছাড়া হওয়ার জোগার হবে। সিংহ, সিংহী ও তাদের শাবকদের প্রাণভয়ে পালানোর দৃশ্য দেখে বোঝা মুশকিল কে খাদ্য আর কে খাদক। তাদের রাজত্বে মানুষের এমন অনভিপ্রেত দাপাদাপি মেনে নেওয়াটা সত্যিই কষ্টকর বন্যজন্তুদের পক্ষে। বাইকের গমগমে আওয়াজ আর আগ্রাসী মানবের চিত্কারে ত্রস্ত হয়েই হয়তো সন্তানদের বাঁচাতে মরিয়া হয়ে ছুটছিল সিংহেরা।



এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই গুজরাটের বনদপ্তরের গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত যুবকদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। যদিও ভিডিয়োতে স্পষ্টভাবে কোনও বাইকআরোহীকেই দেখা যায়নি। বাইকের রেজিস্ট্রেশন নম্বরও হাতে এসেছে বনদপ্তরের। জঙ্গলে গিয়ে জন্তুদের শান্তি নষ্ট করার জন্য দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছে নেটিজেনও।

খবরটি ইংরেজিতে পড়তে Click করুন

#After a video went viral on social media showing four bikers chasing lions, lionesses and their cubs, with the animals fleeing from fear of the vehicles and their noise, the state forest department has launched an inquiry to identify the culprits.

#The video, which lasts less than a minute, shows one bike carries the registration GJ-03 Rajkot.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল