অ্যাপশহর

সম্পর্কের 'কাঁটা' সরাতে প্রেমিকার দাদাকে গুলি করে খুন, গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার

বোনের সঙ্গে তাঁর সম্পর্ক মেনে নেননি প্রেমিকার দাদা। বকাঝকা ও মারধর করলেও দুজনকে আলাদা করতে পারেননি কমল। তাই পথের কাঁটাতে সরাতে খুন করে জনপ্রিয় ইউটিউবার নিজামুল খান। ঘটনায় মূল অভিযুক্ত নিজামুল ও তাঁর দুই সঙ্গীকে গ্রেফতার করেছে নয়ডা পুলিশ।

EiSamay.Com 4 Nov 2020, 4:42 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রেমিকার দাদা সম্পর্কের কাঁটা হয়েছিল। উচিত শিক্ষা দিতে প্রেমিকার দাদাকে খুন করে জনপ্রিয় ইউটিউবার নিজামুল শেখ। ঘটনায় মূল অভিযুক্ত-সহ তিনজনকে গ্রেফতার করেছে নয়ডা পুলিশ।
EiSamay.Com Biker YouTuber
বাইকার ইউটিউবার নিজামুল খান গ্রেফতার


ইউটিউব চ্যানেলে বাইক স্টান্টের নানা কৌশলের ভিডিয়ো আপলোড করে বেশ জনপ্রিয় লাভ করেছিল নিজামুল। বর্তমানে তাঁর চ্যানেলে ৯ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। প্রেমিকার দাদা কমল শর্মা কখনও মেনে নিতে পারেননি তাঁদের সম্পর্ককে। বেশ কয়েকবার খানকে মারধরও করে সে। সেই রাগ থেকেই দিল্লির নিঠারির বাসিন্দা কমল শর্মাকে খুন করে সে। ২৮ অক্টোবর, অফিস থেকে বাড়ি ফেরার পথে কমলকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। গুলি লাগে তাঁর কোমরে। নিয়ন্ত্র্ণ রাখতে না পেরে রাস্তায় পড়ে যান কমল। সেই রাতেই মারা যান তিনি। তদন্তে নেমে নয়ডা পুলিশ জানতে পারে, কমলের সঙ্গে নিজামুলের বহুবার ফোনে কথা হয়েছে সেই দিন। কমলের বোনের ফোন রেক্ড ঘেঁটে দেখার পরই নিশ্চিত হয় পুলিশ। তবে গোটা ঘটনাটি রাস্তার প্রায় ৮০টি সিসিটিভিতে ধরা পড়লেও দুষ্কৃতীদের মুখ চেনা যায়নি। ফলে প্রথমে ধন্দে পড়লেও ঘটনার কিনারা করতে বেশি সময় লাগেনি পুলিশের।

জনপ্রিয় ইউটিউবার নিজামুলের সঙ্গে সম্পর্ক না রাখার জন্য বোনকে বহুবার বারণ করেছিল কমল। ফোন কেড়ে নিয়েও কোনও লাভ হয়নি। ভিন্ন ধর্মের হওয়ায় নিজামুলকেও শাঁসিয়ে বেশ কয়েকবার মারধরও করেছিল কমল। এমনটাই জানা গিয়েছে পরিবারের তরফে। তবে প্রতিশোধ নিতে নিজামুল যে কমলকে খুন করতে পারে তার ধারণা ছিল না শর্মা পরিবারের। পুলিশ অভিযুক্তদের কাছ থেকে বাইক, পিস্তল ও কার্তুজ উদ্ধার করেছে।

তবে এই ঘটনার সঙ্গে কমলের বোন কোনওভাবে জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

জীবনতলা শ্যুট আউট ঘটনায় গ্রেফতার হুগলির বিষ্ণু মাল খুনের মূল অভিযুক্ত বিশাল, উদ্ধার বেআইনি আগ্নেয়াস্ত্র


প্রসঙ্গত, গত ১০ অক্টোবর, চুঁচুড়ার কামারপাড়ার যবুক বিষ্ণু মালকে বাড়ি থেকে অপহরণ করে খুন করেছিল হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস। নৃশংস খুন করে বিষ্ণু মালের দেহ টুকরো টুকরো করে বিশাল ও তার পাঁচ সঙ্গী। দশমীর রাতে তাঁর দু’টি কাটা হাত এবং দু’টি পা মেলে দিল্লি রোড সংলগ্ন বৈদ্যবাটী খালের ধার থেকে। এখনও ধড়-মুণ্ড মেলেনি। ঘটনায় জড়িত অভিযোগে কৃষ্ণ মণ্ডল এবং রাজকুমার প্রামাণিক নামে দুই দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার, দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকা থেকে পলাতক বিশাল দাসকে গ্রেফতার করল চন্দননগর কমিশনারেটের পুলিশ।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন-

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল