অ্যাপশহর

দিল্লিতে জানুয়ারি থেকেই চলবে বাইক অ্যাম্বুলেন্স

মূলত দিল্লির ঘিঞ্জি অঞ্চলগুলোকেই এ জন্য বেছে নেওয়া হয়েছে। যেখানে চার চাকার অ্যাম্বুলেন্স ঢুকতে সমস্যা রয়েছে।

EiSamay.Com 10 Nov 2017, 11:59 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: নতুন বছরের গোড়া থেকেই দিল্লিতে বাইক অ্যাম্বুলেন্স চালু হয়ে যাচ্ছে। এগারোটির মধ্যে আপাতত তিনটি জেলাকে বেছে নেওয়া হয়েছে। রয়েছে দিল্লি পূর্ব, উত্তর-পূর্ব এবং শাহদরার নাম। সাফল্য বিবেচনা করে, ভবিষ্যতে সেইমতো পরবর্তী পদক্ষেপ করা হবে।
EiSamay.Com bike ambulances to be introduced in delhi from january
দিল্লিতে জানুয়ারি থেকেই চলবে বাইক অ্যাম্বুলেন্স


সূত্রের খবর, লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজলের উপস্থিতি এক বৈঠকে অ্যাম্বুলেন্স বাইক চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত দিল্লির ঘিঞ্জি অঞ্চলগুলোকেই এ জন্য বেছে নেওয়া হয়েছে। যেখানে চার চাকার অ্যাম্বুলেন্স ঢুকতে সমস্যা রয়েছে।

অসুস্থ ব্যক্তি বা রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে প্রাথমিক চিকিত্‍‌সাটুকু যাতে দ্রুত দেওয়া সম্ভব হয়, তার জন্যই দিল্লিতে বাইক অ্যাম্বুলেন্সের ভাবনা। এই বাইক অ্যাম্বুলেন্সের পোশাকি নাম দেওয়া হয়েছে 'ফার্স্ট রেসপন্ডার ভেহিকলস' বা FRVs।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল