অ্যাপশহর

নীতীশকে জুতো ছুড়তে গিয়ে গ্রেপ্তার নীতীশ

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে চপ্পল ছুড়ে মারতে গিয়ে, ধরা পড়ে গেলেন এক যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

EiSamay.Com 2 May 2016, 8:24 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে চপ্পল ছুড়ে মারতে গিয়ে, ধরা পড়ে গেলেন এক যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
EiSamay.Com bihar youth tries to fling chappal towards cm nitish kumar at janata darbar
নীতীশকে জুতো ছুড়তে গিয়ে গ্রেপ্তার নীতীশ


সোমবার জনতার দরবারে বসেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। সেখানে আরও অনেকের সঙ্গে বসেছিলেন ওই যুবকও।

পুলিশ জানায়, আচমকা ওই যুবক নিচু হয়ে পা থেকে জুতো খুলে নীতীশের দিকে ছুডে় মারার চেষ্টা করেন। তার আগেই নিরাপত্তারক্ষীদের নজরে পড়ে যাওয়ায়, তাঁকে প্রতিহত করে, পরে গ্রেপ্তার করা হয়েছে।

কাকতলীয় ভাবে অভিযুক্তের নামও কিন্তু নীতীশ কুমার। তাঁর বাড়ি আরওয়াল জেলায়।

সিনিয়র পুলিশসুপার মানু মহারাজ জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে সচিবালয় থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে দফায় দফায় তাঁকে জেরা করা হচ্ছে।

মাঝেমধ্যেই নীতীশ কুমার তাঁর বাড়িতে জনতার দরবার বসান। আনুষ্ঠানিক ভাবে যাঁর নাম দেওয়া হয়েছে, 'জনতা কে দরবার মেঁ মুখ্যমন্ত্রী'। সেখানে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনে, সংশ্লিষ্ট অফিসারদের প্রয়োজনীয় নির্দেশ দেন।

কী কারণে, ধৃত যুবকক এমন ঘটনা ঘটাল, তা পুলিশের কাছে পরিষ্কার নয়। তবে প্রাথমিক জেরার পর পুলিশের ধারণা হয়েছে, সরকারি কিছু সিদ্ধান্তের কারণেই ছেলেটি অসন্তুষ্ট। বিশেষত, বিহার সরকার অগ্নিকাণ্ডের আশঙ্কায় সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত উনুন বা গ্যাস জ্বালানোয় নিষেধাজ্ঞা আরোপ করায়, অনেকেই ক্ষুব্ধ।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল