অ্যাপশহর

Unlock: রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত, বুধবার থেকেই এরাজ্যে খুলছে স্কুল-কলেজ

করোনার দ্বিতীয় ঢেউ সামলে উঠেছে রাজ্য... পরিস্থিতি পর্যালোচনা করে কোভিড বিধিনিষেধে আরও ছাড়ের সিদ্ধান্ত... বছরখানেক বাদে স্কুল-কলেজ খোলার যুগান্তকারী সিদ্ধান্ত বিহার সরকারের...

EiSamay.Com 5 Jul 2021, 2:32 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউ সামলে সুস্থতার পথে দেশে। ধীরে ধীরে আনলকিংয়ের পথে বিহার। এরইমাঝে নীতিশ সরকারের বড় সিদ্ধান্ত। প্রায় বছরখানেক বাদে রাজ্যে স্কুল-কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার Unlock 4-এর নয়া গাইডলাইন ঘোষণার সময়ই স্কুল কলেজ খুলে দেওয়ার বৈপ্লবিক সিদ্ধান্ত টুইট করে জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।
EiSamay.Com school


রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি পর্যালোচনার পরই আনলক-৪ ফেজ নিয়ে সিদ্ধান্ত নেয় Nitish Kumar Government। এদিন সরকারি সিদ্ধান্ত অনুযায়ী একাদশ-দ্বাদশ পর্যন্ত স্কুল কলেজ সমেত, ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনিক্যাল ইনস্টিটিউট, সরকারি প্রশিক্ষণ সংস্থান খোলায় সবুজ সঙ্কেত। তবে ৫০ শতাংশ পড়ুয়াকে নিয়েই হবে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস।

স্কুল-কলেজ ছাড়াও সমস্ত সরকারি-বেসরকারি অফিসও আংশিকভাবে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে এও স্পষ্ট করা হয়েছে শুধুমাত্র টিকা নিয়েছেন এমন কর্মীরাই অফিসে আসতে পারবেন। অন্যদিকে, ৫০ শতাংশ ক্রেতাকে নিয়ে রেস্তোরাঁ ও রোড সাইড ফুড স্টলগুলিকে খোলার অনুমতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দেশে একলাফে অনেকটা নীচে নামল কোভিড সংক্রমণ। গতকালের থেকেও এদিন ৭.৬ শতাংশ কমেছে সংক্রমণ। দৈনিক রিপোর্ট মোতাবেক, শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩৯,৭৯৬ জন। যা কিনা গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট মোতাবেক, দেশে শেষ ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪২,৩৫২ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৭২৩ জনের। দেশে করোনার জেরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ৫ লাখ ৮৫ হাজার ২২৯ জন। এরমধ্যে অবশ্য সেরে উঠেছেন ২ কোটি ৯৭ লাখ ৪৩০ জন। দেশে বর্তমানে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা রয়েছে ৪ লাখ ৮২ হাজার ৭১ জনে। করোনার জেরে এখন পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ২ হাজার ৭২৮ জনের।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল