অ্যাপশহর

ভয়াল বন্যায় বিহারে মৃত বেড়ে ৪৮২, পরিস্থিতির উন্নতি উত্তরবঙ্গে

হাওয়া অফিসের পূর্বাভাস, পশ্চিম চম্পারন ও রাজ্যের উত্তর-মধ্য, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

EiSamay.Com 27 Aug 2017, 11:28 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু। বন্যা-কবলিত বিহারে মৃতের সংখ্যা এখনও পর্যন্ত বেড়ে হল ৪৮২। উত্তরপ্রদেশেও বন্য়ায় আরও ৫ জনের মৃত্যুর জেরে মৃতের সে রাজ্যে ১০১। তবে বৃষ্টিপাত কমায় পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে উত্তরবঙ্গে।
EiSamay.Com bihar flood toll rises to 482the situation improved substantially in north bengal
ভয়াল বন্যায় বিহারে মৃত বেড়ে ৪৮২, পরিস্থিতির উন্নতি উত্তরবঙ্গে


কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, বিহারে ১৯টি জেলা এখনও জলের তলায়। ফলে প্রায় ১ কোটি ৭১ লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। ১৮৭টি ব্লক ও আড়াই হাজার পঞ্চায়েত এলাকা জলের তলায়। সরকারের ২২২ টি ক্যাম্পে আশ্রয় নিয়েছেন ১ লক্ষ ৪৪ হাজার মানুষ। শুধুমাত্র আরারিয়া জেলাতেই ৯৫ জনের মৃত্যু হয়েছে বন্যায়। এছাড়াও মৃত্যু হয়েছে কাটিহার, পুর্ণিয়া, পশ্চিম চম্পারন, গোপালগঞ্জ, মুজফফরপুর, সমস্তিপুর, মাধেপুরা-সহ বহু জেলায়।

হাওয়া অফিসের পূর্বাভাস, পশ্চিম চম্পারন ও রাজ্যের উত্তর-মধ্য, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পরিস্থিতি আরও ভয়াল হওয়ারই আশঙ্কা। রাপ্তি, ঘাঘারা, রোহিনী নদীর জল ঢুকে পড়েছে লখিমপুর খেরি, বরাবাঁকি, ফইজাবাদ, বালিয়া, গোরক্ষপুর, সিদ্ধার্থনগরে।

অন্যদিকে উত্তরবঙ্গে যে ৬ জেলা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই সব জেলায় প্লাবিত অংশে জল অনেকটাই নেমেছে। মৃতের সংখ্যা এখনও ৯০। রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানাচ্ছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও মালদায় গত কয়েকদিনে বৃষ্টি প্রায় হয়নি। চালু হয়েছে বাস পরিষেবাও।

তবে প্লাবনে উত্তরবঙ্গে প্রায় ৬ লক্ষ একর জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে। যার আনুমানিক মূল্য ৭ হাজার কোটি টাকা।

# As many as 42 deaths in flood- related incidents were reported from Bihar in the last 24 hours, taking the toll to 482, whereas five persons lost their lives in Uttar Pradesh, pushing the flood toll in that state to 101.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল