অ্যাপশহর

প্রজাতন্ত্র দিবসের আগে অযোধ্যায় বড়সড় রেল দুর্ঘটনার ষড়যন্ত্র ফাঁস

Republic Day-এর আগে Ayodhaya-এ বড়সড় রেল অন্তর্ঘাতের ষড়যন্ত্র ফাঁস। রেল দুর্ঘটনা ঘটানোর লক্ষ্যে খুলে রাখা হয়েছিল লাইনের নাটবল্টু। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন লখনউ DRM।

EiSamay.Com 24 Jan 2022, 9:57 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের Ayodhaya-এ বড়সড় রেল অন্তর্ঘাতের ষড়যন্ত্র ফাঁস। সোমবার সকালে অযোধ্যার জালপা তালের রেল পুলে রেল ট্র্যাকের নাট-বল্টু খোলা অবস্থায় মেলে। মনে করা হচ্ছে, রেল দুর্ঘটনা ঘটানোর পরিকল্পনায় কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছে। ঘটনায় রেল পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন লখনউ DRM।
EiSamay.Com Guwahati_ Security personnel with a sniffer dog inspect railway tracks ahead of ....


Republic Day-এর আগে জঙ্গি হামলার আশঙ্কায় গোটা দেশ জুড়ে হাই অ্যালার্ট। Uttar Pradesh Assembly Election 2022-এর প্রাক্কালে অযোধ্যা জুড়েও কড়া নজরদারি। তার জেরেই নজরে আসে এই ঘটনা। জানা গিয়েছে, অযোধ্যা ধামের রানোপালীর কাছে রেলওয়ে ট্র্যাকের ৬টি ফিশপ্লেটের নাট-বল্টু খুলে রাখা হয়। সকালে রেলকর্মীরা ট্র্যাক পরীক্ষা করতে গেলে বিষয়টি তাদের নজরে আসে। মনে করা হচ্ছে রাতের অন্ধকারের সুযোগেই কেউ বা কারা এই নাট-বল্টুগুলো খুলে রেখেছিল। তারপর সকাল থেকে ওই রেল লাইন দিয়ে বেশ কয়েকটি ট্রেন গেলেও কোনও দুর্ঘটনা ঘটেনি। রেলওয়ে আধিকারিকদের মতে, ট্রেনগুলির গতি কম থাকায় লাইনের নাটবল্টু খোলা থাকায় কোনও দুর্ঘটনা ঘটেনি। কিন্তু, গতি বেশি থাকলে কী মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত ভেবেই আতঙ্কে রেল কর্তৃপক্ষ। আরপিএফ ও অযোধ্যা পুলিশ যৌথভাবে এই ঘটনার তদন্তে নেমেছে।

দেশের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস, দিল্লির রাজপথে থাকছে একাধিক চমক

প্রজাতন্ত্র দিবসেই জঙ্গি হামলা হতে পারে আশঙ্কায় এখন থেকেই বাংলাতেও তৎপর প্রশাসন থেকে রেল পুলিশও। ঝুঁকি এড়াতে দেশজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি বিভিন্ন রেলস্টেশন ও দূরপাল্লার ট্রেনগুলিতেও নজরদারি বাড়ানো হয়েছে। আর নেতাজির জন্মদিবসে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা স্টেশনে রীতিমতো চিরুনি তল্লাশি চলে।

রবিবার সকালে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা স্টেশনে দেখা যায়, রেল পুলিশের পক্ষ থেকে গোটা স্টেশন চত্বরে কড়া নজরদারি চালানো হচ্ছে। নিউ ফরাক্কা স্টেশনে আসা শতাব্দী এক্সপ্রেস, নবদ্বীপ ধাম এক্সপ্রেস, ফরাক্কা এক্সপ্রেস সহ বেশ কিছু আপ ও ডাউন ট্রেনে GRP-র পক্ষ থেকে কার্যত চিরুনি তল্লাশি চালানো হয়। এছাড়া প্ল্যাটফর্ম সহ গোটা স্টেশনে চলছে কড়া নজরদারি। স্টেশনে প্রবেশ করার মুখে যাত্রীদেরও তল্লাশি করা হয়। প্রতিটি যাত্রীর ব্যাগে মেটাল ডিটেক্টর দিয়ে চালানো হয় তল্লাশি। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন খোদ ফরাক্কার GRP। তদন্ত কেন্দ্রের OC জিতেন্দ্র নাথ সিংহ সহ অন্যান্য GRP কর্মীরা।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল