অ্যাপশহর

৫০০ কেজির ইমনকে মুম্বই আনাই বড় চ্যালেঞ্জ

২৫ বছর বাড়ির বাইরে বেরোননি তিনি৷ ৫০০ কেজি ওজনের শরীরটা নিয়ে নড়াচড়া করতেও কষ্ট হয়৷ পৃথিবীর সবচেয়ে ভারী এই মহিলার সন্ধান মিলেছিল মিশরে৷

EiSamay.Com 9 Dec 2016, 2:56 pm
নয়াদিল্লি : ২৫ বছর বাড়ির বাইরে বেরোননি তিনি৷ ৫০০ কেজি ওজনের শরীরটা নিয়ে নড়াচড়া করতেও কষ্ট হয়৷ পৃথিবীর সবচেয়ে ভারী এই মহিলার সন্ধান মিলেছিল মিশরে৷ তাঁর খবর জানতে পেরে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ বলেছিলেন , প্রয়োজনে ভারতে এনে অস্ত্রোপচার করিয়ে ইমন আহমেদকে সুস্থ করে তোলা হবে৷ উদ্যোগকে নিঃসন্দেহে প্রশংসনীয় , সে ব্যাপারে কোনও সন্দেহ নেই৷ কিন্ত্ত এমন একজন রোগীকে কায়রো থেকে মুম্বই পর্যন্ত আনার মতো বিমানের জোগাড় করাই চিকিত্‍সক ও ইমনের পরিবারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ বাধ্য হয়ে এ ব্যাপারেও সুষমার শরণাপন্ন হয়েছেন মুম্বইয়ের ব্যারিয়াট্রিক সার্জন মুফাজ্জল লাকদাওয়ালা৷
EiSamay.Com big challange for india how to carry iman ahamed the overweight women
৫০০ কেজির ইমনকে মুম্বই আনাই বড় চ্যালেঞ্জ


সংবাদমাধ্যমে ইমনের কথা জানতে পেরে তাঁকে মেডিক্যাল ভিসা দিয়ে মুম্বইয়ে আনার প্রতিশ্রীতি দিয়েছিলেন সুষমা৷ এ জন্য ইমন তাঁকে ধন্যবাদও জানান৷ কিন্ত্ত এর পর থেকেই শুরু হয়েছে তাঁকে উড়িয়ে আনার ভাবনা৷ এমনিতে কায়রো থেকে মুম্বইয়ে কোনও সরাসরি উড়ান নেই৷ কোনও এয়ারলাইন ইমনের জন্য ব্যক্তিগত বিমান ভাড়া দিতেও রাজি নয়৷ এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান অশ্বিনী লোহানি অবশ্য জানিয়েছেন , বিমান পাওয়ার জন্য নিয়ম মেনে আবেদন করলে তাঁরা সেটা ভেবে দেখবেন৷ এই মুহূর্তে কায়রোয় এয়ার ইন্ডিয়ার সরাসরি কোনও ফ্লাইট নেই৷ তবে , বিশেষ ব্যবস্থা করে ইমনকে ভারতে আনতে ইচ্ছুক এয়ার ইন্ডিয়া৷

জেট এয়ারওয়েজের ওয়েবসাইটে স্পষ্ট জানানো হয়েছে , ১৩৬ কেজির কম ওজনের রোগীরে বয়ে নিয়ে যাওয়ার মতো স্ট্রেচার তাদের রয়েছে , তার বেশি ওজনের কাউকে স্ট্রেচারে করে বিমানে তোলা সম্ভব নয়৷ অন্যান্য বিমান সংস্থার ক্ষেত্রে এ ধরনের ওজনের বিধিনিষেধ না থাকলেও অন্যান্য সমস্যার কথা উল্লেখ করে তারাও ইমনকে উড়িয়ে আনতে রাজি হয়নি৷ সাইফাই হাসপাতালে ইমনের অস্ত্রোপচার হওয়ার কথা৷ সেই হাসপাতালেরই সার্জন লাকদাওয়ালা বলেন , ‘ব্যক্তিগত বিমানে ইমনকে উড়িয়ে আনার মতো আর্থিক ক্ষমতা তাঁর পরিবারের নেই৷ আমরা তাঁর জন্য অনুদান সংগ্রহের চেষ্টা চালাচ্ছি৷ এই হাসপাতালে ইমনের বিনামূল্যে অস্ত্রোপচার ও পরবর্তী চিকিত্সার ব্যবস্থা আমরা করতে পারি , কিন্ত্ত তাঁকে উড়িয়ে আনাটাই প্রধান সমস্যা৷ ’ অস্ত্রোপচারের পর কমপক্ষে তিন মাস হাসপাতালে কাটাতে হবে ইমনকে৷ তাঁর অস্ত্রোপচারের জন্য ৪৫০ কেজির একটি অপারেশন টেবিলও জোগাড় করেছেন সাইফাই হাসপাতাল কর্তৃপক্ষ৷ এখন শুধু ইমনের মুম্বই আসার অপেক্ষা৷

মাত্র ১১ বছর বয়স থেকেই বিছানায় বন্দি কায়রোর বাসিন্দা ইমন৷ সেই বয়স থেকেই মোটা হতে আরম্ভ করেন৷ এর পর হঠাত্ই হূদরোগে আক্রান্ত হয়ে পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়েন ইমন৷ ডায়াবেটিস , অ্যাজমা , হাইপারটেনশন , শ্বাসের সমস্যা , অবসাদ --- সব বাসা বাঁধে তাঁর শরীরে৷ ফলে ইমনের অস্ত্রোপচারটাও খুব সরল হবে না , মানছেন লাকদাওয়ালা৷ এখন ইমনের বোন চেম্মা আবদুলাতি তাঁর দেখাশোনা করেন৷ পোশাক পরিবর্তন , স্নান , খাওয়ানো --- সব কিছুই করে দিতে হয় আবদুলাতিকে৷ চিকিত্সক লাকদাওয়ালার কথায় , ‘শুধুমাত্র ওজনের কারণেই ৩৬ বছরের ইমন পুরোপুরি শয্যাশায়ী ও রোগে জর্জরিত৷ তাঁর যত শীঘ্র সম্ভব অস্ত্রোপচার প্রয়োজন৷ আমি বুঝতে পারছি ইমন নিজে ও তাঁর পরিবার কতটা কষ্টে রয়েছেন৷ আশা করি শীঘ্রই সুস্থ করে তুলতে পারব ওঁকে৷’---সংবাদসংস্থা

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল