অ্যাপশহর

Bharat Bandh Today 2022 Live: জাতভিত্তিক সংরক্ষণ সহ একাধিক ইস্যুতে সারা দেশ জুড়ে বনধের ডাক , কী প্রভাব জেনে নিন

Bharat Bandh on 25th May 2022 Live জাতভিত্তিক আদমসুমারি (caste-based census) থেকে বেসরকারি চাকরিতে জাতভিত্তিক সংরক্ষণ ভোটে ইভিএম-এর ব্যবহার বন্ধ সহ একাধিক দাবিতে ভারত বনধের ডাক (The Bharat Bandh )।

Produced byএলিনা দত্ত | EiSamay.Com 25 May 2022, 3:53 pm
ফের ভারত স্তব্ধ করার ডাক। অল ইন্ডিয়া ব্যাকওয়ার্ড এবং সংখ্যালঘু সম্প্রদায় কর্মচারী ফেডারেশন বেসরকারি ক্ষেত্রে জাত ভিত্তিক সংরক্ষণ সহ জাত ভিত্তিক আদমসুমারি সহ দশ দফা দাবিতে গোটা দেশে বনধের ডাক।
EiSamay.Com Bharat-Bandh-2


<গোটা বাংলায় স্বাভাবিক যান চলাচল

< বনধে বাংলায় কোনও প্রভাব পড়েনি

< বনধ ডাকার অন্য়তম মুখ্য দাবি, বেসরকারি চাকরি ক্ষেত্রে সংরক্ষণ

<ওবিসি সহ অন্যান্য কাস্টদের আদমসুমারি-তে আলাদা করে জায়গা দেওয়া দাবি তুলেছে বহুজন মুক্তি পার্টি

<কেন্দ্রের জনগণনা প্রক্রিয়ার আপত্তি জানিয়ে গোটা দেশে বনধের ডাক

<ভারত বনধের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাকওয়ার্ড এবং সংখ্যালঘু সম্প্রদায় কর্মচারী ফেডারেশন (All India Backward and Minority Communities Employees Federation (BAMCEF) )

< জাত ভিত্তিক আদমসুমারি সহ একাধিক ইস্যুতে ভারত বনধের ডাক
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল