অ্যাপশহর

দূষিত বেঙ্গালুরু: ক্যানসারের বিষ ছড়াচ্ছে পানীয় জলে

কাবেরী নদীর জনবন্টন নিয়ে কিছুদিন আগেই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বেঙ্গালুরু ও চেন্নাই। যে জল নিয়ে এত কাণ্ড, সেখানে কিন্তু বাসা বেঁধেছে মারণ ক্যানসারের জীবাণু। এমনই সতর্কবার্তা বিজ্ঞানীদের। শুধু কাবেরী নদী নয়, মাত্রাতিরিক্ত দূষণে বিষিয়ে গিয়েছে বেঙ্গালুরুর ভূগর্ভস্থ জলের প্রায় পুরোটাই।

EiSamay.Com 28 Oct 2016, 2:32 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কাবেরী নদীর জনবন্টন নিয়ে কিছুদিন আগেই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বেঙ্গালুরু ও চেন্নাই। যে জল নিয়ে এত কাণ্ড, সেখানে কিন্তু বাসা বেঁধেছে মারণ ক্যানসারের জীবাণু। এমনই সতর্কবার্তা বিজ্ঞানীদের। শুধু কাবেরী নদী নয়, মাত্রাতিরিক্ত দূষণে বিষিয়ে গিয়েছে বেঙ্গালুরুর ভূগর্ভস্থ জলের প্রায় পুরোটাই। একাধিক সংস্থা থেকে বৈজ্ঞানিকরা সম্প্রতি বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই ও কোচিনের ভূগর্ভস্থ জলের ওপর একটি সমীক্ষা চালান। তাতে বিশেষ করে বেঙ্গালুরুর জলে যে পরিমাণ আর্সেনিল মিলেছে, তা যথেষ্ট উদ্বেগজনক।
EiSamay.Com bengaluru drink water get cancer
দূষিত বেঙ্গালুরু: ক্যানসারের বিষ ছড়াচ্ছে পানীয় জলে


এই জল দীর্ঘদিন ধরে শরীরে প্রবেশ করলে নানারকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এমনতি হতে পারে ক্যানসারের মতো অসুখও। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই আশঙ্কা আরও বেশি বলে জানাচ্ছেন বৈজ্ঞানিকরা। এই গবেষণা চালায় কর্ণাটকের মণিপাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ম্যাড্রাস এবং জাপানের ন্যাশনাল এগ্রিকালচার অ্যান্ড ফুড রিসার্চ অর্গানাইজেশন। আর্সেনিক জল থেকে সরিয়ে কী ভাবে বিশুদ্ধ জল স্থানীয় বাসিন্দের সরবরাহ করা যায়, তা নিয়ে প্রশাসনের বিশেষ ভাবে মাথা ঘামানো প্রয়োজন বলে জানাচ্ছেন গবেষকরা। আর্সেনিকের পাশাপাশি নদীর জলে ছড়িয়ে পড়েছে পারদ, সীসা ও ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর পদার্থ। বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই ও কোচিনের মতো শহরগুলিতে গড়ে উঠেছে একের পর এক কারখানা। সেই সব কারখানার বর্জ্য গিয়ে মিশছে নদীর জলে। ফলে দূষিত হয়ে পড়ছে নদীর জল।

জলের মানের দিকে নজর রাখার জন্য বেঙ্গালুরুতে কোনও প্রশাসনিক ব্যবস্থা নেই। সে কারণেই আরও লাগামছাড়া ভাবে বাড়ছে জল দূষণ। এখনই এ বিষয়ে সচেতনতা না গড়ে উঠলে অদূর ভবিষ্যতে সমস্যা ব্যাপক আকার ধারণ করবে বলে সতর্ক করছেন বৈজ্ঞানিকরা।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল