অ্যাপশহর

সরকারি দফতরে প্লাস্টিকের চায়ের কাপ! নিজেকেই জরিমানা করলেন জেলা শাসক

ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধেবেলায়। জেলা শাসকের দফতরে সাংবাদিক বৈঠক করে জানানো হচ্ছিল শেষ মুহূর্তে কোন কোন প্রার্থী নির্বাচনে লড়ার থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছেন। তখনই সাংবাদিকদের প্লাস্টিকের কাপে চা দেওয়া হয়।

EiSamay.Com 9 Oct 2019, 11:19 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ২ অক্টোবর থেকে সারা দেশে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে জরিমানার কথাও উল্লেখ করা আছে সরকারি নিয়মে। কিন্তু এই নিয়ম যদি কোনও সরকারি আমলা ভাঙেন তাহলে? তিনিও বাদ পড়বেন না জরিমানা থেকে। এমনই দৃষ্টান্ত রাখলেন বীদ-এর জেলা শাসক অস্তিক কুমার পান্ডে। কালেক্টরের দফতরে সাংবাদিক বৈঠক চলাকালীন প্লাস্টিকের কাপে চা দেওয়া হয়েছিল। সেই দিকে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন এক সাংবাদিক। আর তারপরেই নিজেই নিজেকে ৫ হাজার টাকার জরিমানা করেন অস্তিক কুমার পান্ডে।
EiSamay.Com beed’s district collector imposed rs 5,000 fine on himself for use of plastic cup in his office
বীদ-এর জেলা শাসক অস্তিক কুমার পান্ডে


ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধেবেলায়। জেলা শাসকের দফতরে সাংবাদিক বৈঠক করে জানানো হচ্ছিল শেষ মুহূর্তে কোন কোন প্রার্থী নির্বাচনে লড়ার থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছেন। তখনই সাংবাদিকদের প্লাস্টিকের কাপে চা দেওয়া হয়।

সূত্রের খবর, সাংবাদিক বৈঠক শেষ হওয়ার পরই এই কাজের জন্যে যে সব আধিকারিক দায়ী তাঁদের কাছে জবাবদিহি চান জেলা শাসক। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন শেষ হলেই রাজনৈতিকভাবে স্পর্শকারত জেলা ঔরঙ্গাবাদে প্লাস্টিক ব্যানের উপর বিশেষ নজর দেওয়া হবে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল