অ্যাপশহর

এঁরাই দেশের 'সেরা সুন্দরী' IAS,IPS অফিসার

কেউ আইএএস, কেউ আইপিএস। এরাঁ প্রত্যেকেই কিন্তু মহিলা। নিজের নিজের ক্ষেত্রে সফল। দক্ষতার সঙ্গে দায়িত্ব সামলাচ্ছেন। রূপের সঙ্গে বুদ্ধিমত্তায় এঁরা প্রত্যেকেই নজর কেড়েছেন।

EiSamay.Com 22 Sep 2016, 7:25 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কেউ আইএএস, কেউ আইপিএস। এরাঁ প্রত্যেকেই কিন্তু মহিলা। নিজের নিজের ক্ষেত্রে সফল। দক্ষতার সঙ্গে দায়িত্ব সামলাচ্ছেন। রূপের সঙ্গে বুদ্ধিমত্তায় এঁরা প্রত্যেকেই নজর কেড়েছেন। 'বিউটি উইথ ব্রেন' দেশের তেমনই দশ আইএএস, আইপিএস অফিসারের সঙ্গে চলুন পরিচয় করে নেওয়া যাক।
EiSamay.Com beauty with brain meet the most beautiful ias ips officers of india
এঁরাই দেশের 'সেরা সুন্দরী' IAS,IPS অফিসার





১. স্মিতা সাভারওয়াল

বাণিজ্যের স্নাতক স্মিতা ২৩ বছর বয়সে আইএএস পরীক্ষায় পাশ করেন। সারা ভারতে তাঁর র‌্যাঙ্ক ছিল চতুর্থ।



২. মেরিন জোসেফ

দেশের সবচেয়ে কমবয়সি আইপিএস অফিসার মেরিন। মাত্র পঁচিশেই কেরালা ক্যাডারের আইপিএস হিসেবে তাঁর নিয়োগ। ২০১২-য় প্রথম বার পরীক্ষা দিয়েই উত্তীর্ণ হন।



৩. বি চন্দ্রকলা

চন্দ্রকলা উত্তরপ্রদেশ ক্যাডারের ২০০৮ ব্যাচের আইএএস অফিসার। বর্তমানে সেখানকার বুলান্দশহরের জেলাশাসক হিসেবে কর্মরত।



৪. সংযুক্তা পরাশর

সংযুক্তা অসমের প্রথম আইপিএস অফিসার। বর্তমানে সোনিতপুরের পুলিশ সুপার হিসেবে পোস্টিং রয়েছেন।



৫. ঋজু বাফনা

২০১৪ সাল থেকে আইএএস অফিসার হিসেবে কাজ করছেন। অশালীন এসএমএস পাঠানোর অভিযোগে মধ্যপ্রদেশ মানবাধিকার কমিশনের আয়োগমিত্রের বিরুদ্ধে মামলা করে নজরে আসেন।



৬. স্তুতি চরণ

সিভিল সার্ভিস পরীক্ষায় তৃতীয় হয়েছিলেন স্তুতি। বর্তমানে ইউকো ব্যাংকের পিও হিসেবে কর্মরত।



৭. রোশান জ্যাকব

২০০৪ সালে UPSC পরীক্ষায় উত্তীর্ণ হন রোশান। বর্তমানে উত্তরপ্রদেশের গোন্দা জেলায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে পোস্টিং রয়েছেন।


৮. মিরা বোরওয়াঙ্কার

পঞ্জাব-কন্যা মিরা বোরওয়াঙ্কার মহারাষ্ট্র ক্যাডারে দেশের প্রথম মহিলা আইপিএস অফিসার।



৯. কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য

১৯৭৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত আইপিএস অফিসার ছিলেন কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য। তিনিই প্রথম মহিলা আইপিএস অফিসার, যাঁকে ডিরেক্টর জেনারেল করা হয়েছিল।



১০. বিমলা মেহরা

কিরণ বেদীর পর তিনিই দ্বিতীয় আইপিএস অফিসার যাঁকে তিহার জেলের দায়িত্ব দেওয়া হয়। ২০১২ সালে তিহার জেলের ডিরেক্টর জেনারেল হন বিমলা মেহরা।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল