অ্যাপশহর

বরামুলায় গ্রেপ্তার ২ জইশ জঙ্গি

শনিবার কাশ্মীরের বরামুলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ল দুই জইশ-ই-মহম্মদ জঙ্গি। পুলিশের এক কর্তার দাবি, বরামুলায় দুই সেনা জওয়ান ও এক পুলিশকর্মীর মৃত্যুতে হাত রয়েছে ধৃত জইশ জঙ্গিদের।

EiSamay.Com 22 Oct 2016, 7:55 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: শনিবার কাশ্মীরের বরামুলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ল দুই জইশ-ই-মহম্মদ জঙ্গি। পুলিশের এক কর্তার দাবি, বরামুলায় দুই সেনা জওয়ান ও এক পুলিশকর্মীর মৃত্যুতে হাত রয়েছে ধৃত জইশ জঙ্গিদের।
EiSamay.Com baramulla security forces arrest two jem militants
বরামুলায় গ্রেপ্তার ২ জইশ জঙ্গি


পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধৃতদের নাম সফির আহমেদ ভাট ও ফারহান ফায়েজ। দু-জনেই পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সক্রিয় সদস্য। বরামুলা ও আশপাশ অঞ্চলে এরা জইশের হয়ে কাজ করছিল। পাক জঙ্গি খালিদের নির্দেশমতো এরা কাজ করত।
পুলিশ জানিয়েছে, গত ১৬ অগস্ট ভারতীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের উপর হামলার ঘটনায় ধৃতরা প্রত্যক্ষ ভাবে জড়িত ছিল। ওই হামলায় সেনাবাহিনীর দুই জওয়ান ছাড়াও এক পুলিশ কর্মী নিহত হন। ঘটনাটি ঘটেছিল বরামুলার খওয়াজাবাগে।

জানা গিয়েছে, একটি একে রাইফেল, একটি পিস্তল ছাড়াও তাদের কাছ থেকে মিলেছে গোলাগুলি। দু-জনকেই গ্রেপ্তার করা হয়।

a senior police official said that they two militants were allegedly involved in an attack that left two army personnel and a cop dead.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল