অ্যাপশহর

প্রায় একযুগ পর ভারতের পাঠানো চাল পাতে পড়বে বাংলাদেশে

এক লক্ষ টন সেদ্ধ চাল কেনার সিদ্ধান্ত হয়েছে।

EiSamay.Com 18 Oct 2017, 8:37 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রায় একদশক পর ভারতের কাছ থেকে সরকারি ভাবে চাল কিনতে চলেছে বাংলাদেশ সরকার। প্রাথমিক পর্যায়ে এক লক্ষ টন সেদ্ধ চাল কেনার সিদ্ধান্ত হয়েছে। বাসমতি নয়, এমন চালই কেনা হবে।
EiSamay.Com bangladesh to import 100000 tons of boiled rice from india
প্রায় একযুগ পর ভারতের পাঠানো চাল পাতে পড়বে বাংলাদেশে


চাল আমদানি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অনুমোদন মেলার পরপরই দু-দেশের মধ্যে সমঝোতা সই সম্পন্ন হয়েছে। প্রতি টন চালের জন্য বাংলাদেশকে দিতে হবে ৪৫৫ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭৮ কোটি টাকা।

সূত্রের খবর, বাংলাদেশ সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক প্রকল্প চালু রাখতেই খাদ্যমন্ত্রকের এই তত্‍‌পরতা।

এ বছর চাহিদার তুলনায় উত্পাদন কম হওয়ার কারণেই বাংলাদেশে চালের ঘাটতি রয়েছে। ভারতের সঙ্গে চুক্তি হওয়ার আগে ভিয়েতনাম থেকেও একপ্রস্থ চাল আমদানি করেছে বাংলাদেশ। কিনেছে আড়াই লক্ষ টন চাল। মায়ানমার থেকেও চাল আমদানির চেষ্টা চলছে।

বাংলাদেশ খাদ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ৫ অক্টোবর পর্যন্ত সরকারি গুদামে ৩ লক্ষ ৬৬ হাজার টন চাল এবং ১ লক্ষ ৪ হাজার টন গম-সহ মোট খাদ্যশস্য মজুদের পরিমাণ ৪ লক্ষ ৭০ হাজার টন।

বাংলাদেশের খাদ্যসচিব মোহম্মদ কায়কোবাদ হোসেন জানিয়েছেন, ভারতের কাছ থেকে যে দরে চাল আমদানি করা হচ্ছে তা বর্তমান আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল