অ্যাপশহর

বেঙ্গালুরুতে বড় নাশকতার ছক ছিল জেএমবি'র, জেরায় জানাল নাজির

বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির এই কুখ্যাত সন্ত্রাসবাদী সম্প্রতি ধরা পড়ার পর, তাকে বেঙ্গালুরুতেই কয়েক দফায় জেরা করেছে জাতীয় গোয়েন্দারা। সেই জেরাতেই সে নাশকতার পরিকল্পনার কথা ফাঁস করে।

EiSamay.Com 30 Aug 2019, 3:11 am
এই সময় ডিজিটাল ডেস্ক: জামাত-উল মুজাহিদিন বাংলাদেশ (JMB) যে বেঙ্গালুরুকেই নিশানা করেছিল, জাতীয় তদন্তকারী সংস্থা, এনআইএ'র জেরায় বৃহস্পতিবার তা স্বীকার করে নিল নাজির শেখ। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির এই কুখ্যাত সন্ত্রাসবাদী সম্প্রতি ধরা পড়ার পর, তাকে বেঙ্গালুরুতেই কয়েক দফায় জেরা করেছে জাতীয় গোয়েন্দারা। সেই জেরাতেই সে নাশকতার পরিকল্পনার কথা ফাঁস করে। নাজির জানায়, বেঙ্গালুরু জেএমবির মূল নিশানা হলেও, পরিস্থিতি বুঝে কর্নাটকের অন্য যে-কোনও শহরকেও তারা হামলার জন্য বেছে নিতে পারত। সেই ভাবেই ছক সাজানো হয়েছিল।
EiSamay.Com Militants_AFP-News


ধৃত জেএমবি জঙ্গিদের জেরা করে আরও অনেক তথ্য পেয়েছেন গোয়েন্দারা। এনআইএ অফিসারদের কথায়, 'শকিং ইনফরমেশন'। বেঙ্গালুরুর যেসমস্ত জায়গায় তারা আস্তানা গেড়েছিল, সেই প্রত্যেকটি জায়গায় বিস্ফোরক ঠাসা ছিল। আলাদা আলাদা ভাবে সেখানে বসে তারা বোমা তৈরি করত।

নাজির শেখ আরও জানায়, জঙ্গি কার্যকলাপের জন্য অর্থ জোগাড় করতে তারা বেঙ্গালুরু শহরের উপকণ্ঠে ও গ্রামীণ এলাকায় লোকজনকে অপহরণ করত। সেই মুক্তিপণের টাকায় ফান্ড ভরিয়েছে। বেঙ্গালুরুতে বসে আরও অনেক অপরাধমূলক কাজকর্মও তারা করেছে। জাইহুদুল ইসলাম ওরফে কাউসার ওরফে আয়জল মন্ডল, নজরুল ইসলাম ওরফে মোটা আনাস, আসিফ ইকবাল, আরিফ ওরফে রফিকুল ছিল এ কাজে তার সঙ্গী। এরা প্রত্যেকেই কিন্তু জেএমবির সদস্য।

সম্প্রতি চিক্কাবানাওয়ারায় এনআইএর হাতে ধরা পড়ে হবিবুর রেহমান। এই হবিবুরই জেরার মুখে নাজির শেখের নাম ফাঁস করে। ভারতে জেএমবির অন্যতম এই মাথাকে ধরতে তৈরি হয় স্পেশাল টিম। তারাই ত্রিপুরার আগরতলা থেকে ধরে আনে নাজির শেখকে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল