অ্যাপশহর

মোমো খেলেই মৃত্যু! বিজেপি নেতার নয়া নিদান

বিফ ব্যানের পর এবার মোমো ব্যানের কথা বলে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা রমেশ অরোরা। তাঁর কথায়, মোমো স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক।

EiSamay.Com 8 Jun 2017, 6:04 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিফ ব্যানের পর এবার মোমো ব্যানের কথা বলে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা রমেশ অরোরা। তাঁর কথায়, মোমো স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। কারণ এতে রয়েছে অজিনোমোটোর মতো মারাত্মক জিনিস থাকে। এরফলে দেহে ক্যান্সারের মতো আরও অনেক মারণরোগের বাসা বাঁধতে পারে।
EiSamay.Com ban momos they cause life threatening diseases bjp leader
মোমো খেলেই মৃত্যু! বিজেপি নেতার নয়া নিদান


তিনি আরও বলেন, ২ থেকে ৩ বছর যদি মোমো খাওয়া হয় পেটের মধ্যে ক্যান্সার কোষ তৈরি হবে নিশ্চিত। অ্যালকোহল ও মনস্তাত্ত্বিক ওষুধের চেয়েও মোমো নাকি খারাপ!

অন্যদিকে দুধের উপকারিতা বোঝাতে গিয়ে ফের বিতর্কে জড়ালেন রাজস্থানের কৃষিমন্ত্রী প্রভুলাল সায়িনি। তিনি জানিয়েছেন, গোরুর দুধ শরীরের জন্য অত্যন্ত জরুরী। শুধু খাওয়ার জন্যই নয়, গোরুর দুধ মাতৃদুগ্ধের সমান। এতে করে ক্যান্সার রোগের মোকাবিলা করা সম্ভব। নিজের মুখের কথা নয়। গোরুর দুধের উপকারিতা ও গুণাবলী নিয়ে গবেষণা করা এক সংস্থার নাম উল্লেখ করেই এই কথা জানিয়েছেন তিনি।

# BJP legislator Ramesh Arora has been campaigning for a ban on momos, saying the monosodium glutamate or Ajinomoto in them "cause[s] several life-threatening diseases.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল