অ্যাপশহর

দীপাবলি উপলক্ষ্যে ৫ লক্ষেরও বেশি প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ড গড়ল অযোধ্যা

চারদিনের দীপোত্‍সবের শুরুতেই রাম ও সীতাকে স্মরণ করে প্রস্তুত করা হয়েছিল পুষ্পক বিমান। লেজারের আলোয়, লক্ষাধিক প্রদীপের আলোয় অযোধ্যায় সেজে উঠেছিল এক আলোর রাজ্যে। ১৪ বছর বনবাসে কাটানোর পর রামচন্দ্র ও সীতা অযোধ্যায় পুষ্পক রথে করে পা রেখেছিলেন। সেই সময় অযোধ্যাবাসীরা প্রদীপের আলোয় গোটা রাজ্য আলোয় আলোকিত হয়ে উঠেছিল।

EiSamay.Com 14 Nov 2020, 4:17 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দিওয়ালির আগেই আলোয় সেজে উঠল রামজন্মভূমি। ভূতচতুর্দশীর সন্ধ্যায় ৬,০৬,৫৬৯টি মাটির প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ডের তালিকায় নাম তুলল উত্তরপ্রদেশের অযোধ্যা। দূষণমুক্ত দীপাবলি পালনের লক্ষ্যে এদিন লক্ষাধিকপ্রদীপ জ্বালানোর পরিকল্পনা থাকলেও গিনেস বিশ্বরেকর্ডের খাতায় যে নাম উঠে যাবে তা কল্পনাও করতে পারেননি কেউ।
EiSamay.Com Ayodhya Makes Guinness World Record
আলোয় ভাসল আযোধ্যা


শুক্রবার তিনদিন ব্যাপী দীপাবলি উপলক্ষ্যে উত্‍সবের সূচনা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন উপস্থিত ছিলেন রাজ্যপাল আনন্দবেন পাটিলও। জানা গিয়েছে, সরযূ নদীর তীরে গ্র্যান্ড ফেস্টিভ্যালে ২৮টি ঘাটে ৬ লাখের বেশি দিয়া জ্বালানোর কথা ছিল। তবে সেই পরিকল্পনামতো ৫লক্ষ ৫১ হাজারের বেশি প্রদীপ জ্বালানোর লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু দিনের শেষ সেই সংখ্যাটা গিয়ে দাঁড়ায় ৫ লক্ষ ৮৫ হাজারের মতো। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার অযোধ্যার আলোকজ্জ্বল মোহময় রূপ দেখতে হাজির হয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিনিধিরা। এদিন নতুন রেকর্ড করার পরই রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী বছর পবিত্র রামজন্মভূমিতে এবারের চেয়ে আরও বেশি সংখ্যক দিয়া জ্বালানো হবে।



চারদিনের দীপোত্‍সবের শুরুতেই রাম ও সীতাকে স্মরণ করে প্রস্তুত করা হয়েছিল পুষ্পক বিমান। লেজারের আলোয়, লক্ষাধিক প্রদীপের আলোয় অযোধ্যায় সেজে উঠেছিল এক আলোর রাজ্যে। ১৪ বছর বনবাসে কাটানোর পর রামচন্দ্র ও সীতা অযোধ্যায় পুষ্পক রথে করে পা রেখেছিলেন। সেই সময় অযোধ্যাবাসীরা প্রদীপের আলোয় গোটা রাজ্য আলোয় আলোকিত হয়ে উঠেছিল। সেই শুভমুহূর্তকে মনে রেখে প্রতিবছর দীপাবলির দিন সেজে ওঠে অযোধ্যা। সরযূ নদী সংলগ্ন রাম মন্দির চত্বরে জ্বলে উঠেছিল ১১ হাজার মাটির প্রদীপ। এছাড়া ওইদিন ১৪ বছরের বনবাস শেষে বাড়ি ফেরার মুহূর্তিটি তুলে ধরা হয়। রাম ও সীতার সাজে পুষ্পক রথে চড়ে নামেন সরযূ নদীর তীরে। হেলিকপ্টার থেকে লাল গোলাপের বৃষ্টি, লক্ষ লক্ষ প্রদীপের আলোয় সেজে উঠল দীপোত্‍সব।



উল্লেখ্য, প্রায় পাঁচ যুগ পরে এমন আলোয় আলোকময় হয়ে উঠেছিল অযোধ্যা। গত অগস্টে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর অযোধ্যায় রামমন্দিরের ভূমিপূজন হয়। রামজন্মভূমিতে ৬৭ একর জমির উপর তৈরি হবে বিশ্বের বৃহত্তম মন্দির। উচ্চতা হবে ১,১১১ ফুট। আকাশছোঁয়া এই মন্দিরকে কেন্দ্র করে তৈরি হবে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র। তার আগেই বিশ্বরেকর্ডের তালিকায় নাম তুলে চমক দিল অযোধ্যা।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন-

পরের খবর