অ্যাপশহর

অরুণাচলে ভূমিধসে ৪ শিশু-সহ মৃত ৮, শোকপ্রকাশ মোদীর

একটানা কয়েক দিনের বর্ষণে অরুণাচলপ্রদেশের একাধিক অঞ্চল প্লাবিত। তার মধ্যে শুক্রবার পৃথক দু'টি ভূমিধসে আট জনের মৃত্যু হয়েছে। ভূমিধসের জেরে একাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত।

EiSamay.Com 11 Jul 2020, 2:40 am
এই সময় ডিজিটাল ডেস্ক: শুক্রবার অরুণাচল প্রদেশে একাধিক ভূমিধসে (landslides) কমপক্ষে আট জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চার শিশুও রয়েছে। জখম হয়েছেন আরও তিন জন। জানা গিয়েছে, লাগাতার বৃষ্টির কারণেই এদিন ধস নামে। সরকারি সূত্রে খবর, দু'টি দুর্ঘটনার একটি ঘটেছে পাপুম পারে জেলায়। অন্যটি ইটানগর ও নাহরলাগুনের মধ্যবর্তী মোদিরিজোতে।
EiSamay.Com freepressjournal_2020-07_b034bb6e-3c73-4a24-8ca3-895214932369_8slide
অরুণাচলে ভূমিধসের পর উদ্ধারকাজ...


ধসে প্রাণহানিতে গভীর দুঃখপ্রকাশ করে, এদিন মৃতদের পরিবারের জন্য চার লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেন অরুণাচলের মুখ্যমন্ত্রী (Arunachal Pradesh Chief Minister ) পেমা খান্ডু (Pema Khandu)।

বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেন, গত কয়েক দিন ধরে রাজ্যে লাগাতার বর্ষণ হচ্ছে। যে কারণে ভূমিধস। তিনি জানান, বৃষ্টিতে বিপর্যস্ত গোটা অরুণাচল। কয়েকটি জায়গায় বন্যাপরিস্থিতি তৈরি হয়েছে। নদীগুলিতেও জল বাড়ছে। রাজধানীর চারপাশে একাধিক রাস্তায় ভূমিধসের কারণে যোগাযোগ ব্যবস্থাতেও তার প্রভাব পড়েছে।

জানা গিয়েছে, শুক্রবার প্রথম ভূমিধস নামে পাপুমের টিগডো গ্রামে, ভোররাত আড়াইটের সময়। তাতে চার জন মারা যায়। মৃতদের মধ্যে আট মাসের এক শিশুকন্যা রয়েছে। বছর সতেরোর এক কিশোরও ঘটনাস্থলে মারা গিয়েছে। দ্বিতীয় ভূমিধসের ঘটনাটি ইটানগর ও নহরলাগুনের মাঝে, মোদিরিজোতে। এখানে মৃত চার জনের মধ্যে দু'টি শিশু রয়েছে। দ্বিতীয় ভূমিধসে আরও তিনটি বাচ্চাও জখম হয়েছে।

মুখ্যমন্ত্রী অরুণাচল প্রদেশ প্রশাসন এবং দুর্যোগ মোকাবিলা বিভাগকে পরিস্থিতির উপর ক্রমাগত নজর রাখার নির্দেশ দিয়েছেন। ভারী বৃষ্টিপাতে বৃহস্পতিবার ইটানগরের দোনি কলোনি এলাকায় ভূমিধসে এক শিশুর মৃত্যু হয়েছে। সরকারি বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল সওয়া ৮টা নাগাদ ধ্বংসস্তূপ থেকে এক শিশুকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে ওই শিশুর মৃত্যু হয়।

অরুণাচলে ভূমিধসে আট জনের মৃত্যুতে শোকপ্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এদিকে, বর্ষার বৃষ্টিতে নেপালের দুই জেলায় একাধিক ভূমিধসের (landslides) জেরে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ চল্লিশেরও বেশি। বৃহস্পতিবার রাত থেকেই ব্যাপক বর্ষণ (monsoon rains) শুরু হয়েছে কাসকি ও লামজুং জেলায়। যার জেরে ওই দুই জেলার একাধিক স্থানে ধস নামতে শুরু করে।

কাঠমান্ডু পোস্টের রিপোর্ট অনুযায়ী, কাসকি জেলায় তিনটি ভিন্ন ভূমিধসে সাত জনের মৃত্যু হয়েছে। কাসকির ডিএসপি সুভাস হামাল জানান, স্থানীয় সময় শুক্রবার ভোররাত আড়াইটে নাগাদ কাসকির পোখারা শহরে ভূমিধসে একটা গোটা বাড়ি ধূলিস্যাত্‍‌ হয়ে যায়। তিন শিশু-সহ একই পরিবারের পাঁচ জন ধ্বংস্তূপের নীচে চাপা পড়ে মারা গিয়েছেন।

লামজুং জেলাতেও ভূমিধসে একই পরিবারের তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা নাগাদ বিস্সাহর পুরসভা এলাকায় ভূমিধসে (Landslides in Nepal) তাঁরা চাপা পড়েছিলেন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে লামজুং জেলা কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে, তিন জনকেই মৃত বলে ঘোষণা করা হয়।

ধৌলগিরির মালিকা গ্রাম পরিষদে (Malika Village Council) ব্যাপক ভূমিধসের পর থেকে ৩২ জন নিখোঁজ রয়েছেন। মুখ্য জেলা আধিকারিক জ্ঞাননাথ ধাকাল ফোনে জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে, সর্বশেষ পরিস্থিতি জানা যায়নি।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল