অ্যাপশহর

৪০০ বার নয়, অঙ্কিতকে সে দিন ১২ বার কোপ

দিল্লি হিংসার সময়, ২৬ ফেব্রুয়ারি চাঁদবাগের একটি নর্দমা থেকে অঙ্কিতের দেহ উদ্ধার হয়েছিল। আগের দিন বিকেল থেকে নিখোঁজ ছিলেন তিনি। দেহ উদ্ধারের পর মিডিয়ার একটি অংশের তরফে দাবি করা হয়েছিল, অঙ্কিতকে কোনও ধারালো অস্ত্র দিয়ে অন্তত ৪০০ বার কোপানো হয়েছে।

EiSamay.Com 14 Mar 2020, 3:53 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ৪০০ বার নয়, ১২ বার ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছিল আইবি কর্মী অঙ্কিত শর্মাকে। তেমনই বলছে নিহত এই তরুণের ময়নাতদন্তের রিপোর্ট।
EiSamay.Com ankit sharma
অঙ্কিত শর্মা


কিন্তু, শুক্রবার জানা গেল, ময়নাতদন্তে দেখা গিয়েছে, তাঁর শরীরে ১২টি কোপের চিহ্ন ছিল। অধিকাংশ কোপই ছিল পিঠ এবং শিড়দাঁড়ার উপর। কোপানোর আগে লাঠি বা রডের মতো কিছু দিয়ে বেধড়ক মারধর করা হয়েছিল তাঁকে, তাঁর শরীরের একাধিক আঘাত দেখে চিকিৎসকদের তেমনই মনে হয়েছে।

এ দিকে, অঙ্কিতের হত্যার ঘটনায় এ দিন আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের বয়স কুড়ির আশপাশে। দিল্লি হিংসায় নিহত পুলিশকর্মী রতনলালের খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আরও সাত জনকে। ধৃতদের মধ্যে অন্যতম সেলিম মালিক, মহম্মদ জালালউদ্দিন, আয়ুব, ইউনুস। অন্যদিকে পরিত্যক্ত নালা থেকে চারটি দেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অঙ্কিত এবং সুমিত নামে দুই তরুণকে। ৮৫ বছরের বৃদ্ধার জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় পুলিশ পাকড়াও করেছে অরুণ এবং বরুণ নামে দুই ভাইকে। অর্থাৎ, চারটি মামলায় মোট ১২ জনকে গ্রেপ্তার।

যদিও, ধরপাকড়ের ক্ষেত্রে পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এখনও বহাল। যে ভাবে যাবতীয় অশান্তির জন্য শাহিনবাগ-সহ বিভিন্ন এলাকায় মহিলাদের শান্তিপূর্ণ প্রতিবাদকে দায়ী করা হচ্ছে, এ দিন তার তীব্র প্রতিবাদ জানিয়েছে মহিলাদের সংগঠনগুলি। তাঁদের বক্তব্য, ‘রাষ্ট্রের যখন উচিত সুবিচার নিশ্চিত করা তখন তারা, মিডিয়ার একটি অংশ এবং কিছু গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ঘৃণা ছড়িয়ে বেড়াচ্ছে। অভিযুক্ত হামলাকারী এবং পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তারা কিছু নিরীহ মানুষকে হেনস্থা করছে। মিথ্যা এফআইআর করারও অভিযোগ তোলা হয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল