অ্যাপশহর

রেকর্ড থামছে না! একদিনে ১০ হাজারেরও বেশি আক্রান্ত এই রাজ্যে

সঙ্কটজনক হলেও রাজ্যের করোনা পরিস্থিতি স্থিতিশীল। মোট সংখ্যার বিচারে রাজ্যে ক্রমাগত করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি উদ্বেগজনক ঠিকই। এই প্রথমবার, একদিনে ১০ হাজারের বেশি আক্রান্তের সংখ্যা পাওয়া গিয়েছে। গত বুধবার, করোনায় মারা গিয়েছেন ৬৫ জন। এখনও পর্যন্ত ওই রাজ্যে মারণভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১২১৩জন।

EiSamay.Com 30 Jul 2020, 5:35 pm
EiSamay.Com testing
ফাইল ছবি
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রতিদিন রেকর্ড সংখ্যক করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৫২,১২৩ জন। একদিনে মৃত্যু হয়েছে আরও ৭৭৫ জনের। দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্য়া হয়েছে ১৫,৮৩,৭৯২। তবে বুধবার দেশে অন্যান্য রাজ্যগুলিকে ছাপিয়ে গিয়েছে অন্ধ্রপ্রদেশ।

গত বুধবার রিপোর্ট অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়েছেন ১০,০৯৩। যা অন্য সব রাজ্যের থেকে অনেকটাই বেশি। বুধবার, এই রাজ্যে প্রতি মিনিটে পাঁচ জন করে গড়ে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত এই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১, ২০, ৩৯০জন। আক্রান্তের নিরিখে, যা দেশের চতুর্থ স্থানে দাঁড়িয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশ। মৃত্যুর হার অনুযায়ী এই রাজ্য রয়েছে দেশের অষ্টম স্থানে।

এই প্রথমবার, একদিনে ১০ হাজারের বেশি আক্রান্তের সংখ্যা পাওয়া গিয়েছে। গত বুধবার, করোনায় মারা গিয়েছেন ৬৫ জন। এখনও পর্যন্ত ওই রাজ্যে মারণভাইরাসে আক্রান্ত হয়ে মোট মারা গিয়েছেন ১২১৩জন।

অন্যদিকে, দেশজুড়েও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে সুস্থতার হারও যথেষ্ট সন্তোষজনক বলে দাবি স্বাস্থ্যমন্ত্রকের। কিছু দিন আগেও দৈনিক নতুন আক্রান্তের সংখ্যা যে ভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল, গত কয়েক দিন ধরে তা অনেকটাই নিয়ন্ত্রণে বলে মনে করছেন স্বাস্থ্যকর্তারা। গত কয়েকদিন ধরেই রাজ্যে করোনার পজিটিভের সংখ্যা বেড়ে চলেছে। এর জন্য অনেক বেশি পরিমাণে নমুনা পরীক্ষা চালানো হচ্ছে। আর তারজেরেই আক্রান্তের খোঁজ মিলছে। দ্রুত শুরু হচ্ছে চিকিত্‍সাপদ্ধতিও।

করোনা পরিস্থিতি LIVE: দেশে কোভিডজয়ীর সংখ্যা ছাড়াল ১০ লাখ

রাজ্য তরফে জানানো হয়েছে, শেষ তিরিশ দিনে আক্রান্তের গ্রাফ অনেকটাই বেড়েছে। এদিনে ৭০,৫৮৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।আর তার জেরেই ১০ হাজারেরও বেশি সংক্রামিতের সংখ্যা সামনে এসেছে। গোটা রাজ্যে এখনও পর্যন্ত ১৮.৩ লক্ষের টেস্ট করা হয়েছে। যাঁদের মধ্যে ৬.৬১ শতাংশের কোভিড পজিটিভ ধরা পড়েছে।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা পজিটিভ বলে চিহ্নিত হয়েছেন ২২৯৪ জন। ফলে বাংলায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৫,২৫৮।

অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানেও করোনাভাইরাসের ছায়া। মন্দিরের এক পুরোহিতের শরীরের ধরা পড়েছে কোভিডের সংক্রমণ। আগামী সপ্তাহে ভূমিপুজোতে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। মন্দিরে কর্তব্যরত ১৬ জন নিরাপত্তা কর্মীর করোনা রিপোর্টও পজিটিভ এসেছে।

খবরটি ইংরেজিতে পড়ুন এখানে...

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন-https://t.me/EisamayNews

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল