অ্যাপশহর

১০ বছরে ৭০০০% বেড়েছে এই রাজনৈতিক দলের সম্পত্তি

নয়া বিতর্কে ওডিশার শাসকদল

EiSamay.Com 24 Nov 2017, 8:49 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: চিটফান্ড বিতর্কে নাম আগেই জড়িয়েছে। গোদের উপর বিষফোঁড়া হয়েছে ফেব্রুয়ারির পঞ্চায়েত নির্বাচন। যেখানে বিস্ময়কর সাফল্য পেয়েছে BJP। এরমধ্যেই এবার নয়া বিতর্কে ওডিশার শাসকদল। শুক্রবার প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, গত ১০ বছরে ৭,৭২১% বৃদ্ধি পেয়েছে বিজু জনতা দলের সম্পত্তি।
EiSamay.Com assets of odishas bjd rises by over 7000 in 10 years
১০ বছরে ৭০০০% বেড়েছে এই রাজনৈতিক দলের সম্পত্তি


ওডিশা নির্বাচন পর্যবেক্ষণের (OEW) এক রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। জানা গেছে, ২০০৫-০৬ সালে যেখানে বিজু জনতা দল বা BJD-র সম্পত্তি ছিল ₹২৪ লাখ। ২০১৫-১৬-তে তা দাঁড়ায় ₹১৮.৭৭ কোটিতে। দেখা গেছে, ২০১০-১১ সালে ₹৩.১৭ কোটি এবং ২০১৩-১৪ সালে তা বেড়ে ₹৯.২৬ কোটিতে পৌঁছয়। ২০১৪-১৫-তে আরও বেড়ে ₹১৭.৯৯ কোটি হয়।

BJD-র তরফে জমা করা ১১ বছরের আয়কর তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম (ADR)-এর কাছে রয়েছে এই তথ্য। দেশের রাজনৈতিক দলগুলিকে নির্বাচন কমিশনের কাছে নিয়মিত সম্পত্তির হিসাব জমা করতে হয়।

BJD-র সম্পত্তি পরিমাণ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে ওডিশায়। স্বাভাবিক ভাবেই বিরোধীদের নিশানায় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। যদিও এই বিতর্কে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি বিজু জনতা দল।

তথ্য সৌজন্য: আইএএনএস

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল