অ্যাপশহর

কড়া নিরাপত্তায় পঞ্জাব ও গোয়ার ভোট গ্রহণ

শনিবার থেকে শুরু হল পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের প্রথম দফা। নোট বাতিলের প্রভাব সাধারণ মানুষের ওপর কী ভাবে পড়েছে, এই প্রথম তার ছাপ পড়বে ভোটিং মেশিনে।

EiSamay.Com 20 Dec 2017, 2:19 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: শনিবার থেকে শুরু হল পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের প্রথম দফা। নোট বাতিলের প্রভাব সাধারণ মানুষের ওপর কী ভাবে পড়েছে, এই প্রথম তার ছাপ পড়বে ভোটিং মেশিনে। শনিবার ভোট গ্রহণ চলছে পঞ্জাব ও গোয়ায়। কড়া নিরাপত্তায় সকাল থেকেই চলছে ভোট গ্রহণ। দুই রাজ্যেই এক দফায় সব আসনে ভোট হচ্ছে। পঞ্জাবে ১১৭টি আসনে লড়ছেন ১১৪৫ জন প্রার্থী। অন্যদিকে গোয়ার ৪০ টি আসনে ২৫০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে। সকাল ৭টা থেকে ভোটপর্ব শুরু হয়েছে গোয়াতে। ৮টা থেকে নির্বাচন শুরু হয়েছে পঞ্জাবে। ফল ঘোষণা হবে ১১ মার্চ।
EiSamay.Com assembly poll is going on in punjab and goa amid tight security
কড়া নিরাপত্তায় পঞ্জাব ও গোয়ার ভোট গ্রহণ


গোয়া ও পাঞ্জাবে ক্ষমতা ধরে রাখাই চ্যালেঞ্জ গেরুয়া শিবিরের সামনে। গত দু-বার শিরোমনি অকালি দলের সঙ্গে জোট বেঁধে পঞ্জাবে ক্ষমতায় আসে বিজেপি। গোয়াতেও শাসনভার ধরে রেখেছে তারা। তাও দুই রাজ্যে পালাবদল হতে পারে বলে মনে করছে কংগ্রেস। অন্যদিকে পঞ্জাবে ভাল ফলের ব্যাপারে আশাবাদী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও।

নোটবাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর এই প্রথম পুরোদস্তুর নির্বাচন হচ্ছে। আবার পঞ্জাব ও গোয়া দুটি রাজ্যেই ক্ষমতায় আছে বিজেপি। তাই বিজেপি নেতৃত্বের কাছে এটা বড় পরীক্ষা বলা চলে। নোটবাতিলের সিদ্ধান্ত আমজনতা কীভাবে নিয়েছে, তার প্রমাণ কিছুটা হলেও এবার পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। এছাড়া আরও তিন রাজ্যে নির্বাচন রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশ। সমাজবাদী পার্টি-কংগ্রেস জোটকে হারিয়ে বিজেপি ক্ষমতায় আসতে পারবে কি না তা নিয়ে রয়েছে বড়সড় প্রশ্ন।

পঞ্জাবের মুখ্য নির্বাচনী আধিকারিক ভিকে সিং জানিয়েছেন, ১১৭টি কেন্দ্রে ভোটার সংখ্যা প্রায় ১ কোটি ৯৯ লাখ। এরমধ্যে ৬ লাখ নতুন ভোটার। ১১৪৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন তাঁরা। এর মধ্যে ৮১ জন মহিলা প্রার্থী ও একজন রূপান্তরকামী রয়েছেন। নির্বাচন ঘিরে নিরাপত্তা তুঙ্গে। ১ লাখ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে পোলিং স্টেশনগুলিতে। ২২ হাজার ৬১৪টি পোলিং স্টেশনে নির্বাচন হবে। এর মধ্যে ৭৮৬টি অতি স্পর্শকাতর পোলিং স্টেশন ও ২৩টি বিধানসভা কেন্দ্রকে স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছে।

৪০ আসন বিশিষ্ট গোয়াতেও জোর লড়াইয়ের আশা করছে রাজনৈতিক মহল। প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর নিজে এখানে প্রচার চালিয়েছেন। কংগ্রেসের তরফে প্রচার করেছিলেন সহ সভাপতি রাহুল গান্ধি ও গোয়ার পর্যবেক্ষক দিগ্বিজয় সিং। গোয়ায় ১১ লাখ ৯ হাজার ভোটার। ২৫১ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। গোয়াতেও বিজেপি ও কংগ্রেসের মধ্যেই মবল লডা়ই। তবে প্রভাব ফেলতে পারে আপ নির্বাচন কমিশনের তরফে গোয়ার নতুন ভোটারদের হাতে টেডি বিয়ার ও পেন তুলে দেওয়া হচ্ছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল