অ্যাপশহর

ফের বন্যার কবলে অসম! মৃত ৩, ঘরছাড়া ২ লক্ষ

বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় ১ লক্ষ ৪০ হাজার মানুষ।। পাশাপাশি এক রাতের মধ্যে অসমে বন্যাদুর্গত জেলার সংখ্যা ৮ থেকে এক লাফে হয়েছে ১১টি। পাশাপাশি যেকনও আপদকালীন পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রয়েছে সেনা।

EiSamay.Com 11 Jul 2019, 11:25 am
এই সময় ডিজিটাল ডেস্ক: কিছু সপ্তাহের ব্যবধানেই ফের দ্বিতীয় বড় বন্যার সম্মুখীন অসম। ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে অসমের বন্যা পরিস্থিতি। যার জের এখন পর্যন্ত ২ জন জলে ডুবে ও গুয়াহাটিতে একজন ভূমি ধ্বসের কবলে প্রাণ হারিয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় ১ লক্ষ ৪০ হাজার মানুষ।। পাশাপাশি এক রাতের মধ্যে অসমে বন্যাদুর্গত জেলার সংখ্যা ৮ থেকে এক লাফে হয়েছে ১১টি। পাশাপাশি যেকনও আপদকালীন পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রয়েছে সেনা।
EiSamay.Com Assam flood
দ্বিতীয় বড় বন্যার সম্মুখীন অসম।


অসমের রাজ্য আপদকালীন মোকাবিলা দলের তরফে জানানো হয়েছে, ইতোমধ্যে ১১ জেলার ৩৫০টি গ্রাম বন্যার কবলে পড়েছে। ১১টি জেলার মধ্যে রয়েছে, ধিমাজি, লক্ষীমপুর, বিশ্বনাথ, দারাং, বারপেটা, নলবাড়ি, চিরাং, গোলাঘাট, মাজুলি, জোরহাট এবং ডিব্র‌ুগড়। বন্যার জেরে ঘর ছাড়া প্রায় ২ লক্ষ ৭ হাজার ৯৮ জন মানুষ। কেন্দ্রীয় জল কমিশন অর্থাৎ cwc এর তরফে জানানো হয়েছে, অরুণাচল, মেঘালয় এবং অসমের মাত্রা অতিরিক্ত বৃষ্টির জেরে ব্রহ্মপুত্র নদীর জল অস্বাভাবিক বেড়ে যায়। সেই কারণে জল ছাড়তে হয়। আর তাতেই দ্বিতীয়বার বন্যার কবলে পড়েছে অসমের এই ১১টি জেলা।

বন্যার মোকাবিলায় ইতোমধ্যে NDRF-এর তরফে খোলা হয়েছে ১৩টি ত্রাণ শিবির। খোলা হয়েছে ১০টি গ্রাণ বিতরণ কেন্দ্র। পাশাপাশি আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দু দিন অসম, মেঘালয় ও অরুণাচলপ্রদেশে চলবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত।

অন্যদিকে অসমের গুয়াহাটি ও কামরূপ জেলায় ইতমধ্যে ৩৬৫টি ধ্বস প্রবন এলাকা চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে এই ভূমিধ্বসের কবলে পড়ে একজন প্রাণ হারিয়েছেন বলে খবর। আহত হয়েছেন আরও একজন। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, কাঁচা বাড়ি ধ্বসে চাপা পড়েন নিহত ব্যক্তি। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ২০১৬ সালে এই একই ভাবে ভূমিধ্বসের কবলে পড়ে প্রাণ হারিয়ে ছিলন ১৭ জন। কিন্তু ২০১৭ সালে ভূমিধ্বসের জেরে প্রাণ হানির ঘটনা না ঘটলেও চলতি বছরে এখনও পর্যন্ত ভূমিধ্বসে প্রাণ হারিয়েছেন তিন জন।

প্রতিবেদনটি ইংরেজিতে পড়তে ক্লিক করুন
প্রতিবেদনটি ইংরেজিতে পড়তে ক্লিক করুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল