অ্যাপশহর

ক্যাশ ব্যবহারের প্রশ্নে মুখে চিটফান্ড

ক্যাশলেস বা লেস ক্যাশ ব্যবস্থা চালুর পক্ষে যুক্তি দিতে গিয়ে রাজ্যের চিট ফান্ড কেলেঙ্কারির কথা টেনে আনলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷

EiSamay.Com 10 Feb 2017, 11:48 am
এই সময় , নয়াদিল্লি :
EiSamay.Com arun jetly hase questions about chit fund
ক্যাশ ব্যবহারের প্রশ্নে মুখে চিটফান্ড


ক্যাশলেস বা লেস ক্যাশ ব্যবস্থা চালুর পক্ষে যুক্তি দিতে গিয়ে রাজ্যের চিট ফান্ড কেলেঙ্কারির কথা টেনে আনলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ বৃহস্পতিবার লোকসভায় বাজেট বিতর্কের জবাব দিচ্ছিলেন জেটলি৷ সে সময় তৃণমূল সাংসদ সৌগত রায় প্রশ্ন করেন , অন্য দেশে কী রকম ক্যাশ ব্যবহার হয় , তার একটা হিসাব দিন অর্থমন্ত্রী৷ তখনই জেটলি বলেন , ‘দাদা , আপনি আবার বিষয়টাকে রাজনৈতিক ভাবে নেবেন না৷ আপনার রাজ্যে যে নতুন আর্থ-সামাজিক সমস্যা দেখা দিয়েছে , যার একটা রাজনৈতিক প্রতিক্রিয়া হচ্ছে , সেটা হল ক্যাশ ইকনমির অভিশাপ৷ এক -দু শতাংশ বেশি সুদ পাওয়ার লোভে লোকে চিট ফান্ড সংস্থায় টাকা রাখছে৷ ’ ক্যাশলেস ব্যবস্থায় এটা কমবে বলে অর্থমন্ত্রী মনে করছেন৷ মাঝখানে একবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন চেঁচিয়ে কিছু বলছিলেন , তখন অনুরাগ ঠাকুর ও কিরীট সোমাইয়ারা চিট ফান্ড নিয়ে চিত্কার করে কিছু টিপ্পনী করেন৷ তার মধ্যে সারদার কথাও ছিল৷

বাংলার প্রসঙ্গ আরও এক বার এসেছে৷ বিরোধীদের দাবি ছিল , নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পর দেশের অর্থ ব্যবস্থায় বিপর্যয় দেখা দিয়েছে৷ কিন্ত্ত জেটলির জবাব , ‘তাই যদি হবে তো মাত্র দু’টি রাজ্য বাদ দিয়ে বাকি সব রাজ্যে ভ্যাট থেকে পাওয়া অর্থের পরিমাণ বাড়ল কী করে ?’ কোন রাজ্যের আয় কমেছে , জেটলি অবশ্য তার কোনও নাম নেননি৷ কিন্ত্ত পিছন থেকে বিজেপি সাংসদরা বলতে থাকেন ‘বাঙ্গাল , বাঙ্গাল’৷

চলতি অধিবেশনে তৃণমূল দেশের নির্বাচনী সংস্কার চালু করা এবং সরকারি খরচে ভোট করার দাবি তুলেছিল৷ সংসদ ভবনের গান্ধী মূর্তির সামনে এ নিয়ে বিক্ষোভ যেমন দেখানো হয়েছিল , তেমনই সংসদের ভিতরেও প্রসঙ্গটি তুলেছিলেন সাংসলদরা৷ জেটলি এ দিন তার জবাব দিয়েছেন৷ তিনি বলেছেন , ‘ভারতের বাস্তবতা এমনই , স্টেট ফান্ডিং এর ব্যবস্থা করে এখানে বেসরকারি টাকা আসা বন্ধ করা যাবে না৷ ’ সৌগত রায়ের উদ্দেশ্যে জেটলি এটাও বলেছেন ,‘আমি কলকাতা গিয়েছি , নেতৃত্বের ভাষণ শুনেছি৷ তাঁরা বলেছেন , বাংলায় আসুন৷ সহি কদম৷ আপকা ভাষণ সহি কদম নেহি থা৷ ’৷

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল