অ্যাপশহর

কাশ্মীরে উন্নয়নের পথে বাধা 'আর্টিকল ৩৫এ', মত জেটলির

উপত্যকায় 'আর্টিকল ৩৫এ' কেন অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, সে ব্যাখ্যাও দেননি জেটলি। আইনের এই ধারায় বলা হয়েছে, কাশ্মীরের স্থায়ী বাসিন্দা নন, এমন কেউ সেখানে সম্পত্তি কিনতে পারবেন না।

EiSamay.Com 28 Mar 2019, 11:20 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আর্টিকল ৩৫এ-র কারণেই কাশ্মীরের উন্নয়নে ব্যাঘাত ঘটছে বলে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি। উপত্যকায় 'আর্টিকল ৩৫এ' কেন অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, সে ব্যাখ্যাও দেননি জেটলি।
EiSamay.Com Kashmir


আইনের এই ধারায় বলা হয়েছে, কাশ্মীরের স্থায়ী বাসিন্দা নন, এমন কেউ সেখানে সম্পত্তি কিনতে পারবেন না। ফলে, ইচ্ছে থাকলেও কাশ্মীরে বিনিয়োগ করতে পারবেন না কোনও উদ্যোগপতি। অথচ, সেখানে বড় হোটেল, এডুকেশনাল ইনস্টিটিউট গড়ার সুযোগ ছিল।

অশান্ত কাশ্মীর-- ফাইল ছবি


এসবের জেরে উপত্যকার অর্থনীতি শুধু ধাক্কা খাচ্ছে না, তার চরম মাশুল গুনতে হচ্ছে কাশ্মীরের বাসিন্দাদের। আইনের এই অনুচ্ছেদটিকে তিনি 'সাংবিধানিক ভাবে দুর্বল' বলে উল্লেখ করেন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল