অ্যাপশহর

উত্তরাখণ্ডের গ্রামে-গ্রামে চিতাবাঘের সঙ্গে যুঝতে তৈরি শেয়াল বাহিনী!

চিতাবাঘের হামলা সামলাবে শেয়াল! শুনতে অবাক লাগছে? এমনটাই সত্যি হতে চলেছে উত্তরাখণ্ডের বিভিন্ন গ্রামে। চিতাবাঘ আটকাতে গ্রামে গ্রামে শেয়াল ও খ্যাঁকশেয়ালের বাহিনী প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত।

EiSamay.Com 27 Aug 2016, 5:07 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: চিতাবাঘের হামলা সামলাবে শেয়াল! শুনতে অবাক লাগছে? এমনটাই সত্যি হতে চলেছে উত্তরাখণ্ডের বিভিন্ন গ্রামে। চিতাবাঘ আটকাতে গ্রামে গ্রামে শেয়াল ও খ্যাঁকশেয়ালের বাহিনী প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত।
EiSamay.Com army of foxes jackals may soon guard uttarakhand villages to curb leopard attacks
উত্তরাখণ্ডের গ্রামে-গ্রামে চিতাবাঘের সঙ্গে যুঝতে তৈরি শেয়াল বাহিনী!


উত্তরাখণ্ডের পাহাড়ি গ্রামগুলোতে চিতাবাঘের হামলা মাঝেমধ্যেই দেখা যায়। রাতের অন্ধকারে গবাদি পশু থেকে মানুষ সবই টেনে নিয়ে যায় চিতাবাঘ। বন দপ্তরের আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে চিতাবাঘের হামলা ঠেকাতে শেয়াল ও খ্যাঁক শিয়ালের বাচ্চাকে নির্দিষ্ট প্রশিক্ষণ দিয়ে গ্রামে ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেন হরিশ রাওয়াত। চিতাবাঘ আশেপাশে থাকলে শেয়াল চিত্‍কার করে। একটি শেয়ালের ডার শুনে অন্য সব শিয়াল ডেকে ওঠে।

এ ভাবে সহজেই গোটা গ্রামে চিতাবাঘ আশেপাশে রয়েছে এ খবর ছড়িয়ে পড়বে বলে মনে করছেন তিনি। ফলে গ্রামবাসীরা আগেভাগেই সতর্ক হতে পারবেন। উত্তরাখণ্ডের বন দপ্তরের প্রাক্তন সংরক্ষক শ্রীকান্ত চান্দোলা হরিশ রাওয়াতের এই প্রস্তাবকে সমর্থন করেছেন। এছাড়াও একই কারণে গ্রামবাসীদের কুকুর পোষার পরামর্শও দিয়েছেন রাওয়াত।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল