অ্যাপশহর

মায়ের আবেগে সাড়া দিয়ে জঙ্গিপনা ছেড়ে কাশ্মীরি ফুটবলার

ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বড় ফুটবলার হওয়ার। বাড়িতে সাজানো রয়েছে একের পর এক ট্রফি। সেই ছেলে যে কী করে দুঃস্বপ্নের পথে হাঁটা দিল সেটাই বুঝে উঠতে পারছিল না পরিবার৷

EiSamay.Com 17 Nov 2017, 7:34 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মায়ের কাছে ফিরল ছেলে! মায়ের কাতর আর্জি কানে পৌঁছেচে ছেলের কাছে ৷
EiSamay.Com army jk police laud footballer who quit lashkar to return home
মায়ের আবেগে সাড়া দিয়ে জঙ্গিপনা ছেড়ে কাশ্মীরি ফুটবলার


বৃহস্পতিবার রাতে জম্মু-কাশ্মীর পুলিশের কাছে আত্মসমর্পন করে মজিদ এরশাদ খান। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল মুনির খান এবং মেজর জেনারেল বি এস রাজু সাংবাদিক বৈঠকে জানান, মজিদ সন্ত্রাসবাদী সঙ্গ ত্যাগ করে স্বাভাবিক জীবন-যাপন করার সিদ্ধান্ত নিয়েছেন। এবং খুব শীঘ্রই তিনি স্বাভাবিক জীবনে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বড় ফুটবলার হওয়ার। বাড়িতে সাজানো রয়েছে একের পর এক ট্রফি। সেই ছেলে যে কী করে দুঃস্বপ্নের পথে হাঁটা দিল সেটাই বুঝে উঠতে পারছ্ল না পরিবার৷ তাঁরা জানতে পারেন বাড়ি ছেড়ে জঙ্গিদের দলে নাম লিখিয়েছে ছেলে । বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন । মায়ের চোখের জল বাঁধ মানছে না৷ সোশ্যাল মিডিয়ায় মজিদের একটি ছবি ভাইরাল হয়ে যায়, তাতে অ্যাসল্ট রাইফেল হাতে মজিদকে দেখা যাচ্ছে৷ এর পরই বিষয়টি পরিষ্কার হয়৷

গোয়েন্দারা জানতে পারেন, জঙ্গিদের দলে ভিড়েছে এই তরুণ৷ গত এক বছরে একশোরও বেশি কাশ্মীরি যুবক জঙ্গিদের দলে যোগ দিয়েছে। এই প্রবণতা আটকাতে এই ‘স্থানীয় ’ জঙ্গিদের জন্য বিশেষ প্রকল্প শুরু করেছে জম্মু-কাশ্মীর সরকার৷ সন্ত্রাসের পথ ছেড়ে ঘরে ফিরে এলে আর্থিক সাহায্যের পাশাপাশি বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে সরকার৷ এর মধ্যে কয়েকজন এই প্রকল্পের সাহায্যে ঘরেও ফিরেছেন।

মজিদের মায়েরও আশা ছিল, তাঁর সন্তানওএকদিন ফিরবে৷ অবশেষে মায়ের আবেগে সাড়া দিয়ে নিজের পরিবারে ফিরল সেই তরুণ।

খবরটি ইংরাজিতে পড়তে ক্লিক করুন...

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল