অ্যাপশহর

Major Gogoi: মেজর গগৈ দোষী? বিশেষ তদন্তে সেনা!

মেজর গগৈর বিরুদ্ধে তদন্তের নির্দেশ।

EiSamay.Com 25 May 2018, 4:36 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: স্থানীয় বাসিন্দাকে জিপের সামনে বেঁধে ঘুরিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। সে সময় তাঁর পাশেই দাঁড়িয়েছিলেন সেনাপ্রধান। সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য 'কমেন্ডশন কার্ড' দেওয়া হয়েছিল তাঁকে। আজ সেই মেজর লিতুল গগৈর কারণেই মুখ পুড়ল সেনাপ্রধান বিপিন রাওয়াতের। প্রয়োজনে 'শাস্তির' কথাও সাংবাদিকদের জানালেন তিনি।
'দোষী প্রমাণিত হলে শাস্তি হবেই', মেজর গগৈ বিতর্কে মন্তব্য সেনাপ্রধানের


কী করেছেন মেজর গগৈ?
বুধবার সকালে শ্রীনগরের হোটেল গ্র্যান্ড মমতা'তে চেক ইন করেন মেজর গগৈ। সঙ্গে ছিলেন অষ্টাদশী এক যুবতী। হোটেলের রিসেপশনে দু'জনের পরিচয় পত্র দেখতে চাওয়া হয়। গগৈ অন্য রাজ্যের বাসিন্দা হওয়ায়, তাঁর পরিচয়পত্র নিয়ে সমস্যা হয়নি। কিন্তু, স্থানীয় যুবতীর পরিচয় পত্র নিয়ে আপত্তি তোলেন হোটেল কর্মীরা। নিয়ম অনুযায়ী, স্থানীয়দের ঘর দেওয়া হয় না ওই হোটেলে। এই নিয়ে বচসায় জড়ান মেজর গগৈ। এরপরই হোটেল ছেড়ে বেরিয়ে যান তিনি। গাড়িতে ওঠার আগে নিজের গাড়িচালককে গোটা ঘটনা বলেন মেজর গগৈ। অভিযোগ, এরপরই হোটেলে ঢুকে কর্মীদের হুমকি দেন মেজর গগৈর চালক। সঙ্গে সঙ্গেই পুলিশে অভিযোগ করে হোটেল কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত শুরু করেছে কাশ্মীর জোনের পুলিশ।
এই ঘটনা নিয়ে আজ সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন সেনাপ্রধান বিপিন রাওয়াত। সেনাপ্রধান বলেন, 'ভারতীয় সেনার কেউ, কোনও র‌্যাঙ্কের যদি অপরাধ করেন, তাহলে শাস্তি পেতেই হবে। মেজর গগৈ যদি কোনও অপরাধ করে থাকেন, তাহলে শাস্তি তিনি পাবেন।'

জেনারেল রাওয়াতের এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই মেজর গগৈর বিরুদ্ধে তদন্তের খবর জানায় সংবাদসংস্থা ANI।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল