অ্যাপশহর

পাক চর? রাজৌরির LoC থেকে সেনার হাতে গ্রেপ্তার ১২-র কিশোর

ভারতীয় সেনাবাহিনীর হাতে ধরা পড়ল পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ১২ বছরের এক কিশোর।

EiSamay.Com 6 May 2017, 11:12 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীর হাতে ধরা পড়ল পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ১২ বছরের এক কিশোর। ভারতের লাইন অফ কনট্রোল পেরিয়ে জম্মু-কাশ্মীরের রজৌরি জেলায় ঢুকে পড়েছিল এই কিশোর। শনিবার এমনটাই জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক আধিকারিক।
EiSamay.Com army arrests 12 year old pok boy along loc in rajouri
পাক চর? রাজৌরির LoC থেকে সেনার হাতে গ্রেপ্তার ১২-র কিশোর


ভারতীয় সেনার অনুমান এই কিশোরকে পাকিস্তান সেনাবাহিনীর থেকে চর হিসেবে এদেশে পাঠানো হয়েছিল। তার সঙ্গে সম্ভবত কিছু সন্ত্রাসবাদীও ছিল এবং তাদের প্রধান লক্ষ্যই ছিল অনুপ্রবেশের পথ বের করা এবং ভারতীয় সেনা বাহিনীর গতিবিধির উপর নজর রাখা।


সেনাবাহিনীর মুখপাত্র একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘শুক্রবার রাতের দিকে LoC পেরিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে ১২ বছরের এক কিশোর ভারতীয় সীমান্তে ঢুকে পড়ে। ঘটনাটি ঘটেছে রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে। ভারতীয় সেনার প্যাট্রোলিং দলের হাতে সে ধরা পড়ে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দুঙ্গার পেল গ্রামের বাসিন্দা আশফাক আলি চৌহান নামের এই বালক এক প্রাক্তন বালোজ রেজিমেন্টের জওয়ানের ছেলে।’

ভারতীয় সেনার হাতে ধরা পড়ে জিজ্ঞাসাবাদের সময়ে সে এই সব কথা স্বীকার করেছে ওই কিশোর। পুলিশের হাতে এই কিশোরকে তুলে দেওয়া হবে বলেই জানানো হয়েছে সেনা বাহিনীর তরফে।

খবরটি ইংরেজিতে পড়তে CLICK করুন

# Army suspects the boy was sent by the Pakistan Army.

# The boy was sent to conduct probe of infiltration routes and patrol track of Army.

# The boy, named Ashfaq Ali Chauhan, is son of a retired Baloch Regiment soldier.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল