অ্যাপশহর

দেশের প্রথম বায়ুসেনা মার্শালের জীবনাবসান

শনিবার হৃদরোগে আক্রান্ত হন তিনি

EiSamay.Com 16 Sep 2017, 9:24 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতীয় বায়ুসেনার প্রথম মার্শাল, দেশের প্রবীণতম পাঁচ-তারা পদমর্যাদার বায়ুসেনা অফিসার, অর্জন সিং শনিবার হদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর। নয়াদিল্লির সেনা হাসপাতালে তাঁর চিকিত্‍‌সা চলছিল।
EiSamay.Com arjan singh marshal of indian air force passes away
দেশের প্রথম বায়ুসেনা মার্শালের জীবনাবসান


দেশের প্রবীণতম এয়ার মার্শালের অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনও।


সেনা হাসপাতালে প্রতিরক্ষামন্ত্রী। ছবি: ট্যুইটার


২০১৬ সালে পশ্চিমবঙ্গে পানাগড়ের এয়ারবেসটি অর্জন সিংয়ের নামে নামকরণ করে বায়ুসেনা। উনি একমাত্র জীবিত সেনা অফিসার, যাঁর নামে একটি বায়ুসেনা ঘাঁটির নামকরণ করা হয়।


প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ওবামার সঙ্গে

নিজের দীর্ঘ কেরিয়ারে ৬০-এর বেশি এয়ারক্রাফ্ট আকাশে উড়িয়েছেন অর্জন সিং। তিনি চিফ অফ স্টাফ থাকাকালীনই বায়ুসেনার আধুনিকীকরণ শুরু হয়।

১৯৬৯ সালে ভারতীয় বায়ুসেনা থেকে অবসর গ্রহণের পর, ১৯৭১-এ ভারতীয় রাষ্ট্রদূত করে তাঁকে সুইত্‍‌জারল্যান্ডে পাঠানো হয়। ১৯৭৪ সালে হাইকমিশনার হয়ে কেনিয়ায় যান। দেশে ফিরে ১৯৮৯-এ দিল্লির লেফটেন্যান্ট গভর্নর হয়েছিলেন।

ভারতীয় বায়ুসেনার তরফে ২০০২ সালে তাঁকে ফাইভ-স্টার র‌্যাঙ্ক দিয়ে সম্মান জানানো হয়।

খবরটি ইংলিশে পড়তে ক্লিক করুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল