অ্যাপশহর

Anubrata Mondal : বাবাকে জড়িয়ে কান্না সুকন্যার, মাথায় হাত দিয়ে আশ্বাস কেষ্টর

গোরু পাচার মামলায় দিল্লির তিহার জেলে রয়েছেন বাবা অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা।

Produced byসুমন মাঝি | EiSamay 21 May 2023, 11:57 am

হাইলাইটস

  • বাবাকে জড়িয়ে কেঁদে ফেললেন মেয়ে
  • বাবাকে দেখা গেল, সস্নেহে মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করতে
  • এমনই ছবি ধরা পড়ল দিল্লির তিহার জেলে
EiSamay.Com ​Anubrata Mondal and Sukanya Mondal
অনুব্রত মণ্ডল ও সুকন্যা মণ্ডল
এই সময়, নয়াদিল্লি: বাবাকে জড়িয়ে কেঁদে ফেললেন মেয়ে। বাবাকে দেখা গেল, সস্নেহে মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করতে। শনিবার এমনই ছবি ধরা পড়ল দিল্লির তিহার জেলে। গোরু পাচার মামলায় বর্তমানে সেখানেই ঠাঁই হয়েছে বাবা-মেয়ে, অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট এবং সুকন্যার।
সাধারণভাবে তিহার জেল প্রশাসনের নিয়ম অনুযায়ী, মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার সেখানকার বন্দিদের সঙ্গে তাঁদের আত্মীয়দের সাক্ষাৎ করতে দেওয়া হয় না৷ সুকন্যার আইনজীবীদের কাছ থেকে জানা গিয়েছে, গত শনিবার, ১৩ মে মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় বাবা ও মেয়ের সাক্ষাত্‍ হয়নি বলেই৷ তবে সংশোধনাগার সূত্রের খবর, এদিন কেষ্ট ও সুকন্যার মধ্যে একান্তে মিনিট কুড়ি কথাবার্তা হয়।

Anubrata Mondal Sukanya Mondal : '...সব ঠিক হয়ে যাবে', মেয়েকে সাহস যোগাতে গিয়ে কেঁদে ভাসালেন অনুব্রত
সেখানে অনুব্রতকে জড়িয়ে ধরে সুকন্যাকে একটা সময়ে কাঁদতেও দেখা যায়। সুকন্যার মাথায় বাত বুলিয়ে আশ্বস্ত করতে দেখা যায় কেষ্টকে। বর্তমানে তিহারের ছ’নম্বর মহিলা সেলে রয়েছেন মেয়ে। অসুস্থ বাবাকে রাখা হয়েছে তিহারের জেল হাসপাতালে।

এদিনের সাক্ষাৎ পর্বে বাবার কী কী শারীরিক সমস্যা হচ্ছে, তা বারবার জানতে চান সুকন্যা। হাসপাতালে তাঁকে ঠিকমতো দেখানো হচ্ছে কি না, ওষুধপত্র নিয়মিত তিনি খাচ্ছেন কি না--বাবার কাছ থেকে তাও জানতে চান তিনি। আগামী ২৩ মে অনুব্রত মণ্ডলের এবং ২৬ মে সুকন্যার জামিনের আবেদনের শুনানি রয়েছে দিল্লির রাউজ় অ্যাভিনিউ কোর্টে।

Anubrata Mondal : বেড়েছে শ্বাসকষ্ট, কেষ্টকে দেখানো হতে পারে জিবি পন্থ হাসপাতালে
সেই সংক্রান্ত আইনি বিষয় নিয়েও উভয়ের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয় বলে সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে। গোরু পাচার মামলায় ইডির হাতে সুকন্যা গ্রেফতার হওয়ার থেকেই কেষ্টকে উদ্বিগ্ন দেখা গিয়েছে। এদিনের সাক্ষাৎপর্বে বাবাকে দুশ্চিন্তা করতে নিষেধ করেন সুকন্যা। আইনজীবীদের সাহায্য নিয়ে আদালতের হস্তক্ষেপে যাতে দ্রুত অনুব্রতকে জেলের বাইরে কোনও বড় হাসপাতালে চিকিৎসা করানো যায়, তার উপরেও বারবার জোর দেন কেষ্ট-কন্যা।
লেখকের সম্পর্কে জানুন
সুমন মাঝি
ডিজিটাল মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পার করেছেন সুমন। রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশ, বিদেশ, উত্তর-পূর্ব ভারতের পাশাপশি বাংলাদেশের খবর এই সময় ডিজিটালের পাঠকদের কাছে পৌঁছে দিচ্ছেন। সত্য ঘটনা পাঠকদের কাছে তুলে ধরাই একমাত্র লক্ষ্য। কঠোর পরিশ্রমই, যে সফলতার একমাত্র পথ এই ফর্মুলায় বিশ্বাস করে সুমন। সিনিয়রদের থেকে প্রতিনিয়ত অভিজ্ঞতা অর্জন করে চলেছেন। নিউজ পোর্টালের হাত ধরে পথচলা শুরু, বর্তমানে এই সময় ডিজিটালে কর্মরত‌। কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে খুব ভালোবাসে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ে নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।... আরও পড়ুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল