অ্যাপশহর

গুজরাটে তাণ্ডব পদ্মাবত-বিরোধীদের, আগুন গাড়ি-মাল্টিপ্লেক্সে

আমেদাবাদে কমপক্ষে ২০০টি গাড়ি ও আটটি দোকান ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে ৫০টিরও বেশি যানবাহন।

EiSamay.Com 24 Jan 2018, 9:23 am
এই সময় ডিজিটাল ডেস্ক: পদ্মাবতের মুক্তির প্রতিবাদে গুজরাটে রাতভর তাণ্ডব চালাল রাজপুতরা। আমেদাবাদে কমপক্ষে ২০০টি গাড়ি ও আটটি দোকান ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে ৫০টিরও বেশি যানবাহন। যে পাঁচটি মাল্টিপ্লেক্সে পদ্মাবত মুক্তি পাওয়ার কথা, সেখানে অস্ত্র নিয়ে চলেছে হিংসা।
EiSamay.Com anti padmaavat mobs torch 50 vehicles in ahd
গুজরাটে তাণ্ডব পদ্মাবত-বিরোধীদের, আগুন গাড়ি-মাল্টিপ্লেক্সে


মাল্টিপ্লেক্সগুলিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে গুজরাট সরকার দাবি করলেও, CCTV-র ফুটেজে দেখা গিয়েছে, কীভাবে নিজেদের হাতে আইন তুলে নিয়েছেন বিক্ষোভকারীরা। মাল্টিপ্লেক্সের আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় আমেদাবাদের দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা।

আরও পড়ুন...​ মুখ পুড়ল MP-রাজস্থানের, 'সুপ্রিম' নির্দেশে দেশজুড়ে মুক্তির পথে

আরও পড়ুন... 'পদ্মাবত' আটকাতে সিনেমা হলে আগুন দেওয়ার নির্দেশ বিজেপির

শহরের বিভিন্ন অংশে যথেচ্ছ হামলা চালানো হয়েছে। স্যাটেলাইটে গুলমোহর পার্ক মল ও ওয়াইড অ্যাঙ্গল, অ্যাক্রোপলিসের পিভিআর সিনেমা, গুরুকুল রোডের হিমালয়া মল এবং বস্ত্রপুরের আমেদাবাদ ওয়ান মলে পাথর ছোড়া হয়, যানবাহনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। হিমালয়া মলের বাইরের আটটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। সেখানেই সবচেয়ে বেশি তাণ্ডব চালানো হয়েছে। হিমালয়া মল এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে ২ রাউন্ড গুলিও চালাতে হয় পুলিশকে।

খবরটি ইংরেজিতে পড়ুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল