অ্যাপশহর

ইঞ্জিনে গলদ, ফের নামিয়ে আনা হল ইন্ডিগোর বিমান

ইঞ্জিনে গলদ দেখা দেওয়ায় ফের মাঝ-আকাশ থেকে নামিয়ে আনা হল ইন্ডিগোর এক বিমান।

EiSamay.Com 18 Mar 2018, 7:15 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ইঞ্জিনে গলদ দেখা দেওয়ায় ফের মাঝ-আকাশ থেকে নামিয়ে আনা হল ইন্ডিগোর এক বিমান। রবিবার উড়ান চলাকালীনই ইঞ্জিনে সমস্যা নজরে আসে পাইলটের। এরপর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামিয়ে আনা হয় A320 (neo) বিমানটি।
EiSamay.Com another indigo flight a320neo grounded at igi due to engine snag
ইঞ্জিনে গলদ, ফের নামিয়ে আনা হল ইন্ডিগোর বিমান


ইন্ডিগোর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'এদিন সকালে বেঙ্গালুরু ও দিল্লির মধ্যে যাতায়াত শুরু করা A320 (neo) বিমানে পাইলট একটি ত্রুটি নজরে আনার পর যান্ত্রিক পরীক্ষা-নীরিক্ষার জন্য সেটিকে দিল্লি বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়েছে...ইন্ডিগোতে যাত্রী ও বিমানের সুরক্ষাই আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।'

ত্রুটিপূর্ণ ইঞ্জিন থাকায় A320 neo বিমানকে DGCA নামিয়ে আনার পর থেকে গত কয়েক সপ্তাহে প্রচুর বিমান বাতিল করেছে ইন্ডিগো ও গোএয়ার।

খবরটি ইংরেজিতে পড়ুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল