অ্যাপশহর

চন্দ্রবাবুর একদিনের দিল্লি ধরনায় অন্ধ্রের খসেছে ₹১১ কোটি!

নাইডুর সেই ধরনা-মঞ্চ হয়ে ওঠে মোদী-বিরোধী মহাজোটের মঞ্চ। আমআদমি'র অরবিন্দ কেজরিওয়াল থেকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অনেক হেভিওয়েট নেতাই সেখান উপস্থিত ছিলেন। চন্দ্রবাবুর দাবিকে সমর্থন জানানোর পাশপাশি নরেন্দ্র মোদীকে সেখানে তুলোধোনা করা হয়।

EiSamay.Com 13 Feb 2019, 1:36 am
এই সময় ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর একদিনের ধরনায় টিডিপি নেতৃত্বাধীন অন্ধ্রপ্রদেশ সরকারের খরচ হয়েছে ১১ কোটি টাকা। রাজ্যের 'বিশেষ মর্যাদা'র দাবিতে ১১ ফেব্রুয়ারি দিল্লিতে ধরনায় বসেছিলেন চন্দ্রবাবু।
EiSamay.Com chandrababau


নাইডুর সেই ধরনা-মঞ্চ হয়ে ওঠে মোদী-বিরোধী মহাজোটের মঞ্চ। আমআদমি'র অরবিন্দ কেজরিওয়াল থেকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অনেক হেভিওয়েট নেতাই সেখান উপস্থিত ছিলেন। চন্দ্রবাবুর দাবিকে সমর্থন জানানোর পাশপাশি নরেন্দ্র মোদীকে সেখানে তুলোধোনা করা হয়। বিরোধী রাজ্যগুলির প্রতি মোদীর ব্যবহার 'পাক প্রধানমন্ত্রীর' মতো বলে উল্লেখ করেন কেজরি।

অন্ধ্রের সরকারি একটি সূত্রে খবর, মোট ₹১১ কোটির মধ্যে ₹১.১২ কোটি খালি খরচ হয়েছে একাধিক ট্রেন ভাড়া করতে। ওই ট্রেনে চেপেই চন্দ্রবাবুর অনুগামীরা ধরনা মঞ্চে শামিল হয়েছিলেন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল