অ্যাপশহর

ইডেন মাতিয়েও মামলার মুখে অমিতাভ

ভুল সুরে জাতীয় সঙ্গীত পরিবেশনের দায়ে অভিযুক্ত বিগ-বি। তাঁর বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে।

EiSamay.Com 21 Mar 2016, 5:51 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভুল সুরে জাতীয় সঙ্গীত পরিবেশনের দায়ে অভিযুক্ত বিগ-বি। তাঁর বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে।
EiSamay.Com amitabh accused of tampering national anthem at eden gardens complain lodged
ইডেন মাতিয়েও মামলার মুখে অমিতাভ


সম্প্রতি ইডেন গার্ডেনে টি ২০ বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন অভিনেতা অমিতাভ বচ্চন। অভিযোগ, জন-গণ-মন গাওয়ার সময় তিনি সুরের বিকৃতি ঘটিয়েছেন এবং অযথা দীর্ঘায়িত করেছেন। জাতীয় সঙ্গীতের এমন বিকৃতি ঘটানোর দায়ে তাঁর বিরুদ্ধে নয়াদিল্লির অশোক নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি, মুম্বইয়ের জুহু থানাতেও একই অভিযোগে বলিউডের শাহেনশার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পি আর উল্লাস নামে এক ব্যক্তি।

গত ১৯ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে অমিতাভ জাতীয় সঙ্গীত পরিবেশন করতে মোট ১ মিনিট ২২ সেকেন্ড সময় নিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশিত ৫২ সেকেন্ডের চেয়ে যা বেশি। অভিযোগ, গানটি গাওয়ার সময় মূল সুর থেকে কিছু সরেও এসেছিলেন তিনি। তাই নিয়েই উঠেছে আপত্তি।

উল্লেখ্য, এর আগে পেশাদার কবাডি লিগের অনুষ্ঠানেও অমিতাভের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত বিকৃতির অভিযোগ উঠেছিল।

মনে করা হচ্ছে, বর্ষীয়ান অভিনেতাকে মূলত সতর্ক করতেই অভিযোগ দু'টি দায়ের হয়েছে। ভবিষ্যতে তিনি যাতে এই ভুল না করেন, সেই বার্তা দিতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

অন্য এক অভিযোগ ওঠে যে, ইডেনের অনুষ্ঠানে উপস্থিতির জন্য অমিতাভ বচ্চন ৪ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন। সিএবি-র তরফে অবশ্য সেই অভিযোগ উড়িয়ে দেওা হয়েছে। জানা গিয়েছে, মোট ৩০ লক্ষ টাকা নিজে খরচ করে ওই অনুষ্ঠানে হাজির ছিলেন অমিতাভ।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল