অ্যাপশহর

বাজপেয়ীর বাসভবনই অমিতের বর্তমান ঠিকানা

২০০৪ সাল থেকে প্রায় ১৪ বছর এখানে ছিলেন বাজপেয়ী। গত বছর অগস্টে বর্ষীয়ান এই দেশনেতার প্রয়াণের এক মাসের মধ্যেই কৃষ্ণ মেনন মার্গের বাংলোটি খালি করে দেয় বাজপেয়ীর পরিবার। মাঝের এই সময়টায় নতুন করে সাজানো হয়েছে ওই বাংলো।

EiSamay.Com 7 Jun 2019, 12:20 am
এই সময় ডিজিটাল ডেস্ক: জনাদেশে দিল্লির ক্ষমতা হারিয়ে, অটলবিহারী বাজপেয়ী চলে এসেছিলেন কৃষ্ণ মেনন মার্গের বাংলোয়। সেটা ২০০৪ সাল। এরপর দীর্ঘ প্রায় দেড় দশক মধ্য দিল্লির সেই বাংলোই ছিল বাজপেয়ীর বাসভবন। মৃত্যুর আগে পর্যন্ত সপরিবার ওই ঠিকানাতেই কাটিয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী।
EiSamay.Com Amit Shah


কৃষ্ণ মেনন মার্গের সেই বাংলোই বরাদ্দ হল নরেন্দ্র মোদী সরকারের সেকেন্ড-ইন-কম্যান্ড তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্য।

২০০৪ সাল থেকে প্রায় ১৪ বছর এখানে ছিলেন বাজপেয়ী। গত বছর অগস্টে বর্ষীয়ান এই দেশনেতার প্রয়াণের এক মাসের মধ্যেই কৃষ্ণ মেনন মার্গের বাংলোটি খালি করে দেয় বাজপেয়ীর পরিবার। মাঝের এই সময়টায় নতুন করে সাজানো হয়েছে ওই বাংলো।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল