অ্যাপশহর

মোদীকেয়ার আসলে ‘ভাঁওতাবাজি’, মনে করেন অমর্ত্য সেন

বর্তমান সরকারের সমালোচনা করলেও, আগামী লোকসভা নির্বাচনে ‘ভালো খবর’এর আশা করছেন বলে জানান অমর্ত্য সেন।

EiSamay.Com 16 Feb 2019, 7:37 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের একবার মোদী সরকারের সমালোচনায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এবার তাঁর নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাধের প্রকল্প 'আয়ুষ্মান ভারত।' যা মোদীকেয়ার নামেও পরিচিত। বর্ষীয়ান অর্থনীতিবিদের মতে, এই প্রকল্প আসলে 'শুধুই ভাঁওতাবাজি।'
EiSamay.Com Amartya Sen
অমর্ত্য সেন। (ফাইল ফটো)


শুক্রবার এক অনুষ্ঠানে অর্থনীতিবিদ বলেন, 'শুধুমাত্র টাকা বিলিয়ে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব নয়। ক্ষুদ্র মানসিকতা থেকে পরিকল্পনা করা হয়েছে প্রকল্পগুলি। শুধুই ভাঁওতাবাজি।' পাশাপাশি এই দেশের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার সংস্কারে কেন্দ্রীয় সরকার যথেষ্ট খরচ করে না বলেই মনে করেন অমর্ত্য সেন।

গতবছর দীনদয়াল উপাধ্যায়ের জন্মতিথি থেকে গোটা দেশে শুরু হয় মোদীকেয়ার প্রকল্প। দেশের ১০ কোটি পরিবারকে ₹৫ লাখ করে চিকিৎসা খরচ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। নিখরচায় চিকিৎসার সুবিধা থেকে লোকসভা নির্বাচনের আগে সদর্থক প্রভাব আশা করছে গেরুয়া শিবির।

বর্তমান সরকারের সমালোচনা করলেও, আগামী লোকসভা নির্বাচনে ‘ভালো খবর’এর আশা করছেন বলে জানান অমর্ত্য সেন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল