অ্যাপশহর

অর্ধেক প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত, UP-তে সত্যিই কি BJP-র বিপুল জয়?

উত্তরপ্রদেশের পুর নির্বাচনে বিজেপির ধুঁয়াধার সাফল্যের কাহিনি জেনেছে গোটা দেশ। তবে এ বার সামনে এল এক অদ্ভূত তথ্য।

EiSamay.Com 7 Dec 2017, 6:20 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের পুর নির্বাচনে বিজেপির ধুঁয়াধার সাফল্যের কাহিনি জেনেছে গোটা দেশ। তবে এ বার সামনে এল এক অদ্ভূত তথ্য। যা নিঃসন্দেহে প্রশ্ন জাগাবে সচেতন নাগরিকের মনে। সেই নির্বাচনে বিজেপি মোট যতগুলি আসনে (২,৩৬৬) জিতেছে, তার থেকে অনেক বেশি আসনে (৩,৬৫৬) তাদের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। অর্থাত্‍‌ ভোটে লড়া মোট বিজেপি প্রার্থীর প্রায় ৪৫%-এর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
EiSamay.Com almost half of bjp candidates in up civic polls lost their deposits
অর্ধেক প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত, UP-তে সত্যিই কি BJP-র বিপুল জয়?


এমন নজির রাজনীতির আঙিনায় সত্যিই বিরল। যে দল বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসছে, হেরে যাওয়া আসনগুলিতে তারা সাধারণত দ্বিতীয় বা তৃতীয় স্থানেই লড়াই শেষ করে। তবে এমনভাবে প্রায় অর্ধেক প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার ঘটনা নজিরবিহীন।

এই নির্বাচনে অন্যান্য সব দলের থেকে বেশি প্রার্থী দিয়েছিল বিজেপি। ১২,৬৪৪টি আসনের জন্য তাদের ৮,০৩৮ জন প্রার্থী লড়াই করেছিলেন। এর প্রায় অর্ধেকেরই জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। নগর পঞ্চায়েত সদস্যস্তরের ভোটে যেখানে বিজেপির ৬৬৪ জন প্রার্থী জিতেছেন, সেখানে জামানত বাজেয়াপ্ত হয়েছে তার দ্বিগুণ প্রার্থীর। ১,৪৬২ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বিজেপির পাশাপাশি সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি ও কংগ্রেস প্রার্থীরও জামানত বাজেয়াপ্ত হওয়ার হার অনেক বেশি। SP-র ৫৪%, BSP-র ৬৬% ও কংগ্রেসের ৭৫% প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তবে বিশাল সংখ্যক প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়া সত্ত্বেও বিপুল জয় পেয়েছে বিজেপিই।

নগরপালিকা পরিষদের প্রতিনিধি ও নগর পঞ্চায়েতের প্রতিনিধিদের ভোটে বিজেপির অপ্রত্যাশিতভাবে কম ভোট পাওয়ার অন্যতম কারণ নগরপালিকা পরিষদের দুই-তৃতীয়াংশ ও নগর পঞ্চায়েতের প্রায় অর্ধেক আসনে লড়েছে যোগী আদিত্যনাথের দল।

১৬টি বড় শহরে মেয়র পদের জন্য বিজেপি প্রার্থীরা পেয়েছেন ৪১% ভোট। তবে ২০১৪ সালের লোকসভা নির্বাচনের ফলে ওই এলাকাগুলি থেকে তারা পেয়েছিল ৪৮.৫% ভোট। সে ক্ষেত্রেও ভোটভাগের পরিমাণ অনেকটাই কমেছে। সাংসদ পদের নির্বাচনের থেকে স্থানীয় নির্বাচনে স্থানীয় ও নির্দল প্রার্থীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকেন বলেই এই ফল হয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের।

খবরটি ইংরেজিতে পড়ুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল