অ্যাপশহর

'সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিন নয়তো...' কংগ্রেসকে চূড়ান্ত হুমকি সিধুর!

আগামী বছর বিধানসভা নির্বাচন... তার আগে গৃহ কোন্দল মেটাতে Navjot Singh Sidhu-কে প্রদেশ কংগ্রেস সভাপতি করার বড় সিদ্ধান্ত নেয় দল... কিন্তু তাতে অশান্তির ঝড় যে থামেনি তা একরকম স্পষ্ট...

EiSamay.Com 27 Aug 2021, 11:55 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: নরমে নয়, কার্যত চড়া সুরে কংগ্রেস হাইকম্যান্ডকে হুঁশিয়ারি নভজ্যোৎ সিং সিধুর। কাউকে তিনি ছাড়বেন না, একথাও জানিয়ে দিলেন। এদিন তিনি বলেন, 'আমাকে যদি সিদ্ধান্ত নিতে না দেওয়া হয়, তাহলে আমি কাউকে ছাড়ব না।' স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে স্থানীয় ব্যবসায়ীদের জমায়েতে এই মন্তব্য করেন সিধু। পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির গলায় এহেন সুরে শোরগোল হাত শিবিরে।
EiSamay.Com sidhu


গোষ্ঠী কোন্দল আর থামার লক্ষ্মণ নেই হাত শিবিরে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পঞ্জাবে দলের কোন্দল মেটাতেই সিধুকে প্রদেশ সভাপতি করা হয়। কংগ্রেসের কার্যকরী সভানেত্রী সোনিয়া গান্ধী নভজোৎ সিং সিধুকে দেন বড় দায়িত্ব। ক্যাপ্টেন অমরিন্দরকে সরিয়ে সিধুকে পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির পদে বসিয়েও শান্তি ফিরল না দলে। উল্টে ফাটল আরও গাঢ়। অন্যদিকে, নভজ্যোতের হুঙ্কার তাঁকে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা না দেওয়া হলে ফল খুব খারাপ হবে। তাঁর দাবি, তিনি সিদ্ধান্ত নিলে আগামী দুই দশকে কংগ্রেসের বাড়বাড়ন্ত হবে। পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির এমন হুঁশিয়ারিতে চরম অস্বস্তিতে কংগ্রেস হাইকম্যান্ড। এবিষয়ে পঞ্জাবে কংগ্রেস পর্যবেক্ষক হরিশ রাওয়াতকে প্রশ্ন করা হলে তাঁর সাবধানী উত্তর, 'পঞ্জাবে সিধু সিদ্ধান্ত না নিলে কে নেবে!'

Navjot Singh Sidhu-এর উপদেষ্টা মালবিন্দর মালির মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ এবং ইন্দিরা গান্ধির একটি ছবি নিয়ে মন্তব্যের জেরে দলের মধ্যেই রোষের মুখে পড়েন। তিনি বলেছিলেন, ভারত ও পাকিস্তান উভয়েই কাশ্মীরকে বেআইনিভাবে দখল করে রেখেছেন। এর কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। ক্ষমা চেয়ে প্রত্যাহার করার কথা বললেও মানেননি মালি। সিধুকে এব্যাপারে হস্তক্ষেপ করার কথা বলা হয়। তিনি কিছু না জানালেও এদিন উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেন মালবিন্দর। তাঁর ইস্তফার কয়েক ঘণ্টা পরেই সিধুর হুঙ্কার।

অন্যদিকে, নভজ্যোৎ সিং সিধুর সামনে নিজের পাল্লা ভারি রাখতে বৃহস্পতিবার বেশ কিছু বিধায়ক ও আট সাংসদকে নিয়ে চণ্ডীগড়ে বিশেষ বৈঠক ও নৈশভোজ সারেন ক্যাপ্টেন অমরিন্দর সিং।

চলতি বছরের জুলাইতে কংগ্রেসের কার্যকরী সভানেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশে স্থির হয় কার্যকরী সভাপতি হবেন সংগত সিং গিলজিয়ান, পবন গোয়েল, কুলজিৎ সিং নাগরা ও সুখবিন্দর সিং ড্যানিকে। ক্যাপ্টেন অমরিন্দর সিং পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে থাকলেও, প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব দেবেন নভজোৎ সিং সিধু।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল